সেবি’র চেয়ারম্যানকে ঘিরে বিতর্ক ছড়ছে না। মাহিন্দ্রা এবং মাহিন্দ্রার থেকেও চেয়ারম্যানের স্বামী ৬ কোটির বেশি টাকা পেয়েছেন। তার বিনিময়ে পাঁচটি তদন্তে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার পক্ষে সুবিধাজনক রায় দিয়ে শেয়ার বাজারের নিয়ন্ত্রক ‘সেবি’।
কংগ্রেসের অন্যতম মুখপাত্র পবন খেরার অভিযোগ ঘিরে ফের শোরগোল পড়েছে দেশের শেয়ার বাজারে। পরিস্থিতির জেরে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে গাড়ি নির্মাণের বাজারে অন্যতম পরিচিত নাম মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। বলা হয়েছে, সংস্থার সঙ্গে সেবি চেয়ারম্যানের স্বামীর সংযোগ ঘিরে তোলা অভিযোগ ‘অসত্য এবং বিভ্রান্তিকর’।
সেবি’র চেয়ারম্যান মাধবী পুরী বুচের বিরুদ্ধে প্রথমে অভিযোগ তোলে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক শেয়ার সমীক্ষক সংস্থা হিন্ডেনবার্গ। ২০২৩-এ এই সংস্থারই রিপোর্টে আদানি গোষ্ঠীর শেয়ার দাম ফাঁপিয়ে বাড়ানোর অভিযোগ তোলা হয়। বিদেশে টাকা পাঠিয়ে ভুয়ো পরিচয়ে বিদেশে সংস্থা খুলে সেই টাকা ফের ভারতের বাজারে আদানির শেয়ার কেনার অভিযোগ জানায় রিপোর্ট। তোলপাড়ের মধ্যে আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ারের দাম প্রায় ৮০ শতাংশ পড়েও গিয়েছিল।
মাসখানেক আগে হিন্ডেনবার্গের পরের রিপোর্টে সরাসরি অভিযোগ তোলা হয় ‘সেবি’র চেয়ারম্যান মাধবী পুরী বুচের বিরুদ্ধে। বলা হয় তিনি এবং তাঁর স্বামী ধবল বুচের এমন বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানে শেয়ার রয়েছে যার সঙ্গে আদানির লেনদেন যুক্ত। সে কারণেই আগের রিপোর্টের পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিচ্ছে না সেবি।
বুচ দম্পতি অভিযোগ অস্বীকার করলেও সন্দেহ কাটেনি। বিরোধীরা দাবি তোলে সেবি’র প্রধান পদ থেকে বুচকে সরিয়ে যৌথ সংসদীয় তদন্ত হওয়া জরুরি। কিন্তু নরেন্দ্র মোদী সরকার সেই অভিযোগে কান দেয়নি। ফলে মোদীর সঙ্গে আদানি গোষ্ঠীর গভীর সম্পর্ক ফের এসেছে আলোচনায়।
এর মধ্যেই নতুন অভিযোগ তুলেছেন খেরা। এদিন তিনি বলেছেন যে ২০১৯ থেকে ২০২১’র মধ্যে ধবল বুচকে বিপুল টাকা দিয়েছে মাহিন্দ্রা গোষ্ঠী। ২০১৯-২০ পর্বে ধবল বুচকে দেওয়া হয়েছে ১ কোটি ৭৩ লক্ষ ৬০ হাজার টাকা। ২০২০-২১ পর্বে দেওয়া হয় ৪ কোটি ৭৮ লক্ষ ১৭ হাজার ৫০০ টাকা। মাধবী পুরী বুচ তখন ‘সেবি’র পূর্ণ সময়ের সদস্য।
মাহিন্দ্রা টাকা দেওয়া এবং তার অঙ্ক স্বীকার করলেও বলেছে, ইউনিলিভার থেকে অবসরের পর বুচকে সংস্থার পরমার্শদাতা করা হয় অভিজ্ঞতার জন্য। ‘ম্যানেজমেন্ট’ এবং ‘সাপ্লাই চেন’ বিশেষজ্ঞ হিসেবে দেওয়া হয়েছে টাকা। সংস্থার দাবি, ‘সেবি’-র যে পাঁচটি রায়ের উল্লেখ করা হয়েছে তার তিনটিতে তাদের যোগ নেই।
SEBI MAHINDRA CONGRESS
‘সেবি’ প্রধানের স্বামীকে ৬ কোটির বেশি টাকা মাহিন্দ্রার!
×
Comments :0