SFI

ক্যাম্পাসে লিঙ্গ সমতার দাবিতে কনভেনশনের ডাক এসএফআই’র

রাজ্য কলকাতা

অরিজিৎ মন্ডল   

ভারতের ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির 'স্পিক আউট স্পিক লাউড' এই প্রচারকে সামনে রেখে এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে এক কনভেনশনের আয়োজন করা হয়েছে। কলকাতার মহাবোধী সোসাইটি হলে আগামী ১৩ ডিসেম্বর, অর্থাৎ শুক্রবার, এই কনভেনশন হবে। 
এই কনভেনশনের মূল বিষয় 'লিঙ্গ ভিত্তিক ন্যায় ও সমান অধিকার'। এই কনভেনশনে উপস্থিত থাকবেন এসএফআই’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিরা। রাজ্যে আরজি কর পরবর্তী সময়ে সামাজিক ন্যায় ও লিঙ্গ ভিত্তিক ন্যায়ের কথা বারবার উঠে এসেছে। প্রশ্নের মুখে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতরে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা। শুধুমাত্র এরাজ্য নয়, গোটা দেশেই ছাত্র-ছাত্রীদের উপর নেমে এসেছে আক্রমণ। 
এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, "এসএফআই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একটা প্রচার অভিযান 'স্পিক আউট স্পিক লাউড'। লিঙ্গ ভিত্তিক যে বৈষম্য তা বন্ধ করতে ন্যায়ের জন্য গোটা দেশজুড়ে এসএফআই নানান জায়গায় এইরকমই সেমিনার করছে। তারই একটা অংশ হিসাবে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এই কনভেনশনের ডাক দিয়েছে।" 
এই কনভেনশনে মূলত পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এসএফআইয়ের বক্তব্য, অনেকদিন ধরেই ক্যাম্পাসে সুরক্ষা এবং নিরাপত্তার কথা বলা হচ্ছে। যার জন্য দরকার বৈধ ছাত্র সংসদ। রাজ্যের একটি ও কলেজ বিশ্ববিদ্যালয় বৈধ ছাত্র সংসদ নেই। তাই অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিও করবো এই কনভেনশন থেকে। 
এসএফআই রাজ্য কমিটির ডাকে শুক্রবার দুপুর ২টোয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এনআরএস মেডিক্যাল কলেজ পর্যন্ত হবে এই মিছিল। ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা করতে হবে সরকারকে, মূল এই দাবিতেই মিছিল হবে।  
ছাত্র সংসদ নির্বাচন নিয়ে অনেকদিন ধরেই সরব এসএফআই। একাধিক বার ছাত্র নির্বাচন সংসদ নির্বাচন নিয়ে মিছিল বিশ্বাবিদ্যালয় অভিযান বিধানসভা ঘেরাও কর্মসূচি করেছে সংগঠন। রাজ্যের মুখ্যমন্ত্রী জুনিয়ার ডাক্তারদের আশ্বাস দিয়েছেন মার্চ ২০২৫ মধ্যে ঘোষণা করা হবে। এসএফআই নেতৃত্বের বক্তব্য, অনেক দিন হলো আমরা এই টালবাহানা দেখছি। কোনও কাজের কাজ নাহলে আমরা এবার শিক্ষা দপ্তর যাব।

Comments :0

Login to leave a comment