Gour Banga SFI

গৌড়বঙ্গ: ক্যাম্পাসে সুরক্ষা, বর্ধিত ফি কমানো, জেলা শাসককে দাবি এসএফআই’র

জেলা

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে হবে। বাইরের থেকে এসে দুষ্কৃতীদের হামলা বন্ধ করতে হবে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মালদহের সব শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে নিরাপত্তা। 
মঙ্গলবার এই দাবিতে মালদহের জেলা শাসকের কাছে স্মারকলিপি দিল এসএফআই। তোলা হয়েছে তিনটি প্রধান দাবি। স্মারকলিপি দেন সংগঠনের জেলা সম্পাদক চিরঞ্জিত মন্ডল, সাহিদুল ইসলাম, দীপঙ্কর ঘোষ সহ প্রতিনিধিদল। 
ক্যাম্পাসে ছাত্র ছাত্রীদের নিরাপত্তা, বিশ্ববিদ্যালয়ের ভেতর হামলাবাজ দুষ্কৃতীদের গ্রেপ্তারি, বাড়তি ফি বাতিলের দাবি জানিয়েছে। সেই সঙ্গে ছাত্র সংসদ নির্বাচনের দাবিও জানানো হয়েছে। 
চিরঞ্জিত মন্ডল বলেন, গত সেমেস্টার থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অযৌক্তিক ভাবে ফি বৃদ্ধি করেছে। ল্যাব ভিত্তিক ফি ৩৭০০ টাকা থেকে বাড়িয়ে ৬৮২০টাকা ও নন-ল্যাবভিত্তিক ২৩০০ টাকা থেকে বাড়িয়ে ৪৮২০ টাকা করা হয়েছে। যা সাধারণ ছাত্র ছাত্রীদের কাছে বিশাল বোঝা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমে আশ্বাস দিয়েছিল পরবর্তী সেমিস্টার থেকে আগের মতো রাখা হবে ফি। কিন্তু তা না মানায় সোমবার থেকে ছাত্র ছাত্রীরা আন্দোলনে নামে। এরপরই তৃণমূল বাইরের থেকে লোক এনে ছাত্রীদের উপর চড়াও হয় ক্যাম্পাসে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন