SFI

ব্রিগেডের লিফলেট প্রকাশ, অধিকারের দাবিতে শুরু ছাত্রদের মিছিল

রাজ্য কলকাতা ব্রিগেড

যাদবপুর থেকে এসএফআই’র মিছিল। ছবি ও ভিডিও: প্রিতম ঘোষ

অরিজিৎ মণ্ডল

লেখাপড়া, নিরাপত্তা মত প্রকাশের অধিকার দাবি করে মিছিল শুরু করলেন ছাত্রছাত্রীরা। 
মিছিলের শুরুতে অধিকারের লড়াইয়ের পক্ষে মত জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ মালিনী ভট্টাচার্য। শ্রমিক-কৃষক-খেতমজুর এবং বস্তি আন্দোলন ডাক দিয়েছে ব্রিগেড সমাবেশের। ২০ এপ্রিল সমাবেশের সমর্থনে লিফলেট প্রকাশ করেছে এসএফআই। মালিনী ভট্টাচার্য, এসএফআই সাধারণ সম্পাদক ময়ুখ বিশ্বাস, রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, সর্বভারতীয় যুগ্ম সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ ছাত্র নেতৃবৃন্দ এই লিফলেট প্রকাশ করেন।  

 
মঙ্গলবার এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে যাদবপুর এইট বি বাসস্ট্যান্ড থেকে গোলপার্ক পর্যন্ত হবে এই মিছিল।
মিছিলের শুরুতে এসএফআই স্পষ্ট করে জানিয়েছে কেবল ছাত্রছাত্রীদের মিছিল নয়, এই মিছিল শিক্ষার সঙ্গে যুক্ত সব অংশের।
মালিনী ভট্টাচার্য বলেছেন, ‘‘এটা শুধু শিক্ষার অধিকারের জন্য ছাত্রদের লড়াই নয়। শিক্ষা এবং শিক্ষান্তে কাজের দাবিতে সবার লড়াই। শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবকের যৌথ লড়াই। এ লড়াই শুধু কোনও সরকারের বিরুদ্ধে লড়াই নয়, শাসকের নীতির বিরুদ্ধে ছাত্রসমাজের লড়াই।’’ 
মিছিলের সামনে রয়েছে ব্যানার। লেখা রয়েছে সলিল চৌধুরীর গানের সেই কথা- ‘অধিকার কেড়ে নিতে হয়’।

Comments :0

Login to leave a comment