Lalbazar arms store

লালবাজারের অস্ত্র দোকান সিল করলো এসটিএফ

কলকাতা

প্রতীকী ছবি।

লালবাজারের লাইসেন্স প্রাপ্ত অস্ত্র দোকান সিল করে দিলো বেঙ্গল এসটিএফ। এই দোকানের এক কর্মচারী ক্যানিংয়ের জীবনতলায় অস্ত্র উদ্ধার হওয়া ঘটনায় যুক্ত ছিল। নার্সিং চন্দর দাও অ্যান্ড কো নামে এই দোকান বৈধ লাইসেন্স নিয়ে ব্যবসা চালায়। কিন্তু নিয়ম মেনে কার্তুজ বিক্রি করা হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে তদন্তকারীদের। কারণ নির্দিষ্ট লাইসেন্সের বিশদ দেখে কার্তুজ বা অন্য সরঞ্জাম বিক্রি করার নিয়ম রয়েছে। পুলিশের সন্দেহ ওই দোকান থেকেই সরবরাহ করা হয়েছিল কার্তুজ। তদন্ত চালাচ্ছে এসটিএফের আধিকারিকরা। তাঁদের আশঙ্কা এই অস্ত্র বিপণন দোকান থেকেই চলতো বেআইনিভাবে অস্ত্রপাচার চক্র। কিন্তু প্রশ্ন উঠছে পুলিশের নাকের ডগায় লালবাজারে এই চক্র চলতো কি ভাবে। কে কে এই চক্রের সঙ্গে যুক্ত। সংবাদমাধ্যমের প্রশ্নে দোকানের মালিক জানিয়েছেন যে ওই কর্মচারী কুড়ি-বাইশ বছর তাঁর দোকানে কাজ করছেন। সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন যে  এই ঘটনায় পুলিশ নড়েচড়ে বসেছে কারণ তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে গুলি ও কার্তুজ ব্যবহার করার পরিকল্পনা ছিল। দোকান মালিক জানিয়েছেন যে তদন্ত চলছে। ফলে বাইরে তিনি মুখ খুলবেন না।     

Comments :0

Login to leave a comment