Dacoity in Jhargram

ঝাড়গ্রামে তৃণমূল যুবনেতা সহ ধৃত সাত ডাকাত

রাজ্য জেলা

ডাকাতি করতে গিয়ে ধরা পড়লো তৃণমূল কংগ্রেস যুব অঞ্চল সভাপতি। ঘটনায় শোরগোল জেলা জুড়ে। ঘটনা জাম্বনী ব্লকের পড়িহাটি এলাকায়। প্রসাশন সূত্রে পাওয়া খবরে জানা গেছে তিনজন অস্ত্র সহ ধরা পড়েছে। তাদের মধ্যে পড়িহাটি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতিও রয়েছে। বুধবার রাতে ধৃতেরা ডাকাতির উদ্যেশ্যে জড়ো হয়েছিলো। ধৃত অঞ্চল সভাপতির নাম জৈনুল শাহ। 
এলাকার মানুষের বক্তব্য তৃণমূল কংগ্রেস দল গাছ চুরি, বালি লুঠ, মোরাম পাথর লুঠ সহ তোলাবাজি এই রকম বহু কাজেই পারদর্শী। সম্পূর্ণ জাম্বনী ব্লক জুড়ে এই নেতার দাপট রয়েছে। এবার ডাকাতির কাজেও যুক্ত তা এবার প্রকাশ্যে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার রাতে ধৃতেরা ডাকাতির উদ্যেশ্যে জড়ো হয়েছিলো। ওই যুবনেতা সঙ্গে অচেনা কয়েক জন পড়িহাটির এক খাওয়ার দোকানে মিলিত হয়। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় এলাকার মানুষ জাম্বনী থানায় খবর দেয়। পুলিশ প্রসাশন তাদের আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ করে জানা যায় তারা ডাকাতির উদ্যেশ্যে একত্রিত হয়েছিলো। বৃহস্পতিবার তাদের ঝাড়গ্রাম আদালতে পেশ করে পুলিশ। ২ দিন পুলিশ হেপাজতের নির্দেশ দেন আদালত।
অন্যদিকে, লালগড়ের ধরমপুর ব্রীজের কাছে ডাকাতির উদ্যেশ্যে জড়ো হওয়া আরেও তিন জনকে গ্রেপ্তার করে ঝাড়গ্রাম থানার পুলিশে। গত ৪৮ঘন্টায় ঝাড়গ্রাম জেলায় ডাকাতি করতে এসে ধৃত সাত। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর গুলি, বন্দুক সহ ডাকাতির নানা সরঞ্জাম। এই ঘটনার পর বাংলা ও ঝাড়খন্ড বর্ডারে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা যায় প্রসাশন সূত্রে। তেমনি পড়িহাটিত ও ধরমপুরেও নজর দারি চালাচ্ছে জেলা পুলিশ।

Comments :0

Login to leave a comment