শুক্রবার (২৪ মে) ভোরে আম্বালায় একটি মিনিবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক শিশুসহ সাতজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আম্বালা-দিল্লি হাইওয়ের মোহরা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে।
বাসটিতে উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে ৩০ জন যাত্রী জম্মু ও কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে যাচ্ছিলেন। তারা সকলেই আত্মীয় বলে জানিয়েছে পুলিশ।
সংঘর্ষের ধাক্কায় মিনিবাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে বাসের ছয় মাস বয়সী এক মেয়েসহ সাত যাত্রী নিহত ও ২০ জন আহত হন।
যাত্রীদের চিৎকার শুনে পথচারীরা দুমড়ে-মুচড়ে যাওয়া বাস থেকে আহতদের টেনে বের করে আনেন। পরে পুলিশের সহায়তায় আহতদের নিকটস্থ দুটি হাসপাতালে ভর্তি করা হয়।
লাশগুলো ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ট্রাকচালক ঘটনাস্থল থেকে তার গাড়ি ফেলে পালিয়ে যায়। চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
আহতদের মধ্যে একজন সাংবাদিকদের জানিয়েছেন যে যাত্রীরা সকলেই আত্মীয় এবং তারা বৃহস্পতিবার সন্ধ্যায় বৈষ্ণোদেবী মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
Comments :0