Overnight Vandalism in Delhi

দিল্লিতে রাস্তার নাম বদলে পোস্টার দক্ষিণপন্থীদের

জাতীয়

শুক্রবার গভীর রাতে দিল্লি জুড়ে বেশ কয়েকটি রাস্তার নাম বিকৃত করা হয় এবং বিভিন্ন নতুন নামের নতুন পোস্টার দিয়ে তা বদলে দেওয়ার ঘটনা ঘটেছে। মুসলিম শাসকদের নামে নামাঙ্কিত রাস্তার নাম লেখা কাঠামোগুলি ভাঙচুর করা হয় এবং পরে ভারতীয় ইতিহাসের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নাম সম্বলিত পোস্টার দিয়ে নামকরণ করা হয়।
ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির মধ্যে একটি, তুঘলক রোডের নাম "মহারাণা প্রতাপ মার্গ" লেখা একটি পোস্টার দিয়ে এর সাইনবোর্ড পরিবর্তন করা হয়। একইভাবে, শাহজাহান রোডের সাইনবোর্ডটি "চন্দ্রশেখর আজাদ মার্গ" নামকরণ করে একটি পোস্টার দিয়ে ঢেকে দেওয়া হয়। হুমায়ুন রোডের সাইনবোর্ডটি স্প্রে পেইন্ট দিয়ে কালো করে "পরশুরাম মার্গ" নামকরণ করা হয়। আকবর রোডের সাইনবোর্ডটিও একই কায়দায় "ভীমরাও আম্বেদকর মার্গ" লেখা একটি পোস্টার দিয়ে প্রতিস্থাপন করা হয়।
প্রশাসন আজ সকালে বিষয়টি জেনে ঘটনার জন্য দায়ীদের সনাক্ত করতে তদন্ত শুরু করেছে। স্থানীয় কর্মকর্তারা মূল সাইনবোর্ডগুলি পুনরুদ্ধার এবং নতুন নামাঙ্কিত পোস্টারগুলি সরানোর জন্য কাজ করছেন। পরবর্তী ঘটনা এড়াতে এবং সরকারি সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ এসব এলাকায় টহল বাড়িয়েছে।
এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সিপিআই(এম)। পার্টির তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘‘আমরা দিল্লির রাস্তার বিকৃতির তীব্র নিন্দা জানাই। এটি সাম্প্রদায়িক মেরুকরণের জন্য দক্ষিণপন্থীদের চেষ্টা। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে’’।

Comments :0

Login to leave a comment