Mahakash

সৌরজগৎ ও মহাকাশের কিছু অজানা রহস্য

ছোটদের বিভাগ

Mahakash

ঐতিহ্য ঘোষ

আমরা সবাই জানি যে সৌরজগতের আটটি গ্রহ ও একটি সূর্য আছে। কিন্তু আপনি কি জানেন যে এই সৌরজগতের মধ্যে রয়েছে অনেক অজানা রহস্য শুধু সৌরজগতেই নয় গোটা ব্রহ্মাণ্ডেই রহস্য লুকিয়ে রয়েছে। যেমন ধরুন পৃথিবীতে যে পাথরগুলো আছে তা মঙ্গল গ্রহ থেকে এসেছে পৃথিবীর সমুদ্রের তটে এক সাথে যতগুলো বালুকনা আছে তার থেকে অনেক বেশি তারা রয়েছে গোটা ব্রহ্মাণ্ডে। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ, তাহলে বুধ সবচেয়ে গরম গ্রহ  হওয়া উচিত কিন্তু মজার বিষয় তা নয়, কারণ বুধের বায়ুমণ্ডল বেশি ঘন নয়,নেপচুনের বায়ু সৌরজগতের সবথেকে দ্রুততম। বৃহস্পতিতে এমন একটা ঝড় আছে যা ৩৫০ বছরেরও বেশি সময় থেকে বইছে এবং ওই ঝড়টা পৃথিবীর থেকে দুই গুন বড়।

 এবার চলুন যাই মঙ্গলে, মঙ্গলের মাটিতে আইরন অক্সাইড আছে বলে মঙ্গলের মাটির রং লাল আর এই জন্যই মঙ্গলকে কিন্তু লাল গ্রহ বলা হয়। আবার শুক্রতে এক দিন এক বছরের থেকেও বেশি, মানে ৩৬৫ দিনের থেকেও বেশি। সবাই জানে সৌরজগতের পাঁচটি বামন গ্রহ রয়েছে কিন্তু তার কয়েকটার আমাদের পৃথিবীর মতন চাঁদও রয়েছে। প্লুটোর উপগ্রহ বা চাঁদের নাম চ্যারণ আর এরিসের উপগ্রহের নাম ডিস্নোমিয়া ইত্যাদি। বিজ্ঞানীরা চাঁদকে লুনা নাম দিয়েছে তাই যখন চন্দ্রগ্রহণ হয় তখন তাকে ইংরেজিতে আমরা 'লুনার এক্লিপস' বলি। আমরা সবাই জানি নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম পা রেখেছিলেন তার এই পায়ের ছাপ চাঁদের মাটিতে প্রায় ১০ কোটি বছর পর্যন্ত থাকবে। শনির বলয়ের ৯০ শতাংশ জল।জলটা জমে ওখানে বরফ হয়ে গেছে। তাই আমরা বলয়টাকে সাদা আংটির মতো দেখতে পাই। বৃহস্পতিতে নুন জলের সমুদ্র আছে যাতে পৃথিবীর সমুদ্রের থেকেও বেশি জল আছে। এরকম আরো আরো অনেক অজানা রহস্য আছে। পরে একদিন আবার বলব।
   

ঐতিহ্য ঘোষ 
পঞ্চম শ্রেনী
নর্থ পয়েন্ট ইংলিশ অ্যাকাডেমি

 

Comments :0

Login to leave a comment