Nobel in literature

সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হান ক্যাং

আন্তর্জাতিক

চলতি বছর সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার লেখিকা হান ক্যাং। বৃহস্পতিবার বিকেলে তাঁর নাম নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি। ২০২৩ সালে সাহিত্যে নোবেল পান নরওয়ের লেখক ও নাট্যকার ইয়োন ফসে।
সাহিত্য জগতে অনবদ্য অবদান রাখায় এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লেখক হান ক্যাং।
গভীর কাব্যিক গদ্যের’ জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হল। নোবেল পুরস্কার কর্তৃপক্ষ জানিয়েছে, মানব জীবনের দুঃখ-কষ্ট কাব্যিকভাবে রূপায়ন করার স্বীকৃতি হিসেবে হান ক্যাংকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
নোবেল পুরস্কারের জন্য প্রতিবছর ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়। এরপর যাচাই বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে এক বা একাধিক ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়। শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা হবে শুক্রবার। প্রার্থী মনোনয়ন ও পুরস্কার প্রদানের দায়িত্বে রয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। এবার এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ২৮৬ প্রার্থী। রয়েছে ১৯৭ ব্যক্তির নাম এবং ৮৯টি প্রতিষ্ঠানও।

Comments :0

Login to leave a comment