SANDIP GHOSH CBI

চার্জশিটে নাম সন্দীপের, আদালতে বিচার আটকাচ্ছে রাজ্য, দাবি সিবিআই’র

রাজ্য

আরজি কর কাণ্ড বিচারের দাবিতে রাস্তা ছাড়েনি জনতা।

আরজি কর হাসপাতালের দুর্নীতিতে সন্দীপ ঘোষকে প্রধান অভিযুক্ত চিহ্নিত করে দায়ের করা হয়েছে চার্জশিট। তবে রাজ্য সরকার অনুমোদন না দেওয়ায় আদালতের বিবেচনায় আনা যায়নি।
সংবাদসংস্থার কাছে এমনই যুক্তি দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্ত সংস্থার মুখপাত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানাচ্ছে, আরজি কর হাসপাতালে সরঞ্জামের বরাত দেওয়ার ক্ষেত্রে দুটি ‘কার্টেল’-কে অবৈধ সহায়তা দেওয়ার অভিযোগ প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে। চার্জশিটে তাঁকেই প্রধান অভিযুক্ত করা হয়েছে। বিশেষ আদালতের নথিভুক্ত করেছে চার্জশিটটি। কিন্তু আদালতের বিবেচনায় আনার জন্য এবং তার ভিত্তিতে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য রাজ্যের অনুমোদন প্রয়োজন। তা মেলেনি। 
আরজি কর কাণ্ডে দোষীদের আড়াল করেই চলেছে রাজ্য সরকার। সিবিআই’র বক্তব্যে সামনে এসেছে সেই অভিযোগই। প্রতিবাদী নাগরিক আন্দোলন এবং বামপন্থী শক্তি যদিও সিবিআই’র ভূমিকায় তীব্র অসন্তোষ জানিয়েছে। আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে এই সব অংশেরই অভিযোগ, চিকিৎসক-ছাত্রীর হত্যাকাণ্ড সংগঠিত অপরাধ চক্রের কারণেই হয়েছে। সংগঠিত অপরাধ চক্র চলেছে সরকারে আসীন তৃণমূলের মদতে। তা চালানোর জন্যই প্রতিবাদী সব স্বর দমিয়ে রাখা হয়েছে শাসানির সংস্কৃতি চালিয়ে। অথচ, সিবিআই হত্যাকাণ্ডের তদন্তে কেবল অপরাধী হিসেবে সভিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নামে চার্জশিট দিয়েছে।
সিবিআই’র সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী, সন্দীপ ঘোষ এবং তাঁর অপর সঙ্গীদের বিরুদ্ধে চার্জশিট দায়ের হয়েছে পরে। তবে কেন্দ্রীয় সংস্থার বক্তব্যেই স্পষ্ট, খুন-ধর্ষণের প্রধান বিষয়ে সরাসরি সন্দীপ ঘোষ এবং অপরাধ চক্রের মাথাদের দায়ী করা হচ্ছে না। আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। উল্লেখ্য, আর্থিক দুর্নীতির অভিযোগ তদন্তের ভারও সিবিআই-কে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 
সিবিআই মুখপাত্রের বক্তব্য, সাম্প্রতিক চার্জশিটে সন্দীপ ঘোষ এবং প্রাক্তন হাউস স্টাফ আশিস পান্ডের নাম রয়েছে। ব্যবসায়ী বিপ্লব সিনহা, সুমন হাজরা এবং আফসার আলি খানেরও নাম রয়েছে। 
দোষীদের আড়ালে রাজ্য সরকারের তৎপরতার পাশাপাশি সিবিআই’র তদন্ত ঘিরেও অসন্তোষ রাস্তায় নেমেছে। সিবিআই’র পূর্বাঞ্চলীয় সদর দপ্তর সল্টলেকে সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ দেখিয়েছে সিপিআই(এম)। খুনের সঙ্গে জড়িত গোটা অপরাধ চক্রের মাথাদের ধরার দাবি সিবিআই-কে জানিয়ে এসেছে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নেতৃত্বাধীন প্রতিনিধিদল। 

Comments :0

Login to leave a comment