Sujan Chakraborty Protests

খেপে উঠছেন বাংলার মানুষ: সিদ্দিকি প্রসঙ্গে চক্রবর্তী

রাজ্য

Sujan Chakraborty Protests বুধবার গণসংগ্রহে সিপিআই(এম) নেতা ও কর্মীদের সঙ্গে সুজন চক্রবর্তী।

বিধায়ক নৌশাদ সিদ্দিকির মুক্তির দাবিতে মিছিল শুরু হয়েছে শিয়ালদহ থেকে। নাগরিকদের মুক্তমঞ্চের ডাকে এই মিছিল। 

পুলিশ মিছিলের অনুমতি না দিলেও নাগরিকরা এককাট্টা ছিলেন বুধবার। শেষ পর্যন্ত মিছিল শুরু হয়েছে। 

মঙ্গলবার লালবাজারে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীকে। বুধবার চক্রবর্তী বলেন, ‘‘অন্যায় হয়েছে নৌশাদ সিদ্দিকির সঙ্গে। জেলেও তাঁর সঙ্গে জঘন্য আচরণ করা হচ্ছে। তাঁর পরিবারের লোক জানিয়েছেন যে দেহে আঘাতের দাগ রয়েছে।’’

চক্রবর্তী বলেছেন, ‘‘সিদ্দিকি একজন বিধায়ক। তাঁকে জেলে হেপাজতে নিয়েছে পুলিশ। আর তৃণমূলের নেতা আরাবুল ইসলাম ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল সরকার আসলে ভয় পেয়েছে। তাই ভয় দেখাতে চাইছে। তবে তাতে লাভ হবে না। বাংলার মানুষ খেপে উঠেছেন এদের কাজে।’’

Comments :0

Login to leave a comment