সিরিয়া সরকারের পাশে থাকার ঘোষণা করল লেবাননের প্রতিরোধী সশস্ত্র বাহিনী হেজবোল্লা।
ইজরায়েলের সেনার সঙ্গে লড়াইয়ের মধ্যেই হেজবোল্লার মহাসচিব নইম কাসিম বলেছেন, ‘‘একদল সন্ত্রাসবাদী সিরিয়াকে অস্থির করছে। আমাদের পক্ষে যতটা সম্ভব সিরিয়ার পাশে থাকব।’’
সিরিয়ায় রাষ্ট্রপতি বাশার আল আসাদের বাহিনী ফের পিছিয়েছে। সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, সরকার বিরোধী শক্তিগুলির আক্রমণের মুখে দেশের অন্যতম বড় শহর হামা ছেড়ে পিছিয়ে আসতে হচ্ছে।
সেনার দাবি, শহরের নাগরিকদের প্রাণ বাঁচাতেই এই সিদ্ধান্ত।
সিরিয়ার অন্যতম বড় শহর হামা দখলের দাবি এর আগেও করেছিল বিরোধী সশস্ত্র গোষ্ঠী। তবে সেনা ফের নিয়ন্ত্রণ নিতে পেরেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে আসাদ বিরোধী বাহিনী যথেষ্ট শক্তিশালী। তুরস্কও রয়েছে এদের পিছনে।
চলতি সপ্তাহের গোড়া থেকে নতুন করে মাথাচাড়া দিয়েছে সিরিয়ার গৃহযুদ্ধ। তুরস্কের সহায়তায় এইচটিএস বা হায়াত আল শামস বিদ্রোহীরা দেশের দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর দখল নিয়েছে। গোটা আলেপ্পো প্রদেশ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বলে দাবি। বিদ্রোহী নিয়ন্ত্রিত ইডলিব থেকে গত কয়েকদিন ধরে লাগাতার হামা প্রদেশে হামলা চলছিল। বুধবার রাতে হামা শহরের লাগোয়া অঞ্চলে তুমুল সংঘর্ষ হয় দুই পক্ষে।
আপাতত পিছু হটেছে ইরান, রাশিয়া ও লেবাননের হেজবোল্লা সমর্থিত সিরিয়ার সেনা।
Syria Hezbolla Hama
নাগরিক ক্ষয়ক্ষতি এড়াতে পিছাচ্ছে সিরিয়ার সেনা, সহায়তার ঘোষণা হেজবোল্লার
×
Comments :0