Signature Camping

ফের সই সংগ্রহ অভিযানে তৃণমূলের হামলা

জেলা কলকাতা

Signature Camping ফাইল ছবি


দুর্নীতির তদন্তর দাবিতে বাড়ি বাড়ি সই সংগ্রহ করায় সিপিআই(এম) নেতা কর্মীদের উপর হামলা করলো তৃণমূলের বাহিনী। রবিবার ঘটনাটি ঘটে কলকাতা কর্পোরেশনের ১০৮ নম্বর ওয়ার্ডের আনন্দপুর ৩ নম্বর খালপাড় এলাকায়। আক্রান্ত হয়েছেন সিপিআই(এম) ধাপা বাইপাস এরিয়া কমিটির সদস্য তপন মালিক সহ বেশ কয়েকজন পার্টি কর্মী। এই হামলার ঘটনায় এদিন রাতে স্থানীয় আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সিপিআই(এম) ধাপা বাইপাস এরিয়া কমিটির সম্পাদক আশুতোষ ব্যাপারী হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি করেন।

ঘটনার বিবরণে জানা গেছে, এদিন সন্ধ্যায় ৩ নম্বর খালপাড় এলাকায় বাড়ি বাড়ি সই সংগ্রহ করেন সিপিআই(এম) নেতা ও কর্মীরা। তৃণমূলীরা বাধা দিলে বচসা হয়। বাধা হটিয়ে পালটা প্রতিরোধ গড়ে সিপিআই(এম)। এরপর তৃণমূলী বাহিনী তাদের উপর চড়াও হয়। ধাক্কাধাক্কি হয়। মারধর করে বলে অভিযোগ। এমনকি এলাকার প্রবীণ পার্টি কর্মীদের ও রেয়াত করেনি তৃণমূলীরা। সিপিআই(এম) জানিয়ে দেয় দুর্নীতির প্রতিবাদ বন্ধ হবে না। প্রধান বিচারপতির কাছে যাবে রাজ্যের মানুষের সই। রাজ্যে বেলাগাম দুর্নীতিতে বঞ্চিত সাধারণ মানুষের যন্ত্রণার বয়ান জানানো হবেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে।

Comments :0

Login to leave a comment