Jogesh Chandra College Students

যোগেশচন্দ্র কলেজে বিক্ষোভের মুখে তৃণমূলের মন্ত্রী, সাংসদ

কলকাতা

কলকাতার যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের নেতানেত্রীরা। শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ও দক্ষিণ কলকাতা সাংসদ মালা রায়কে ঘিরে ‘বিচার চাই’ স্লোগান ওঠে। 
কলকাতা হাইকোর্টের নির্দেশে পুলিশি নিরাপত্তায় যোগেশচন্দ্র কলেজে চলছে সরস্বতী পুজো। তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে দুই গোষ্ঠীর গন্ডগোলের জেরে বিবাদ। বিজেপি তাতে সাম্প্রদায়িক রূপ দিয়েছে। 
রবিবার কলেজে পুজো দেখতে গিয়েছিলেন মন্ত্রী ও সাংসদ। তাঁদের দেখেই বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা। 'বিচার চাই' বলে স্লোগান দেন তাঁরা। এই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা ছাত্রীদের ধর্ষণের হুমকি দিয়েছে বলে প্রকাশ্যে অভিযোগ জানিয়েছে ছাত্রছাত্রীরা।
ছাত্রছাত্রীদের বক্তব্য কলেজের অভ্যন্তরে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সব ছাত্রছাত্রীকে পরিচয়পত্র দেখিয়ে কলেজে প্রবেশ করার কথা। 
ছাত্রছাত্রীরা অভিযোগ, নিরাপত্তার আশ্বাস দেওয়ার পরও কোনও কাজ হয়নি। চারু মার্কেট থানার ওসির সহায়তায় বহিরাগতরা কলেজ ক্যাম্পাসে অবাধে যাতায়াত করছে। সাধারণ ছাত্রছাত্রীদের ভয় দেখাচ্ছে। 
কলেজের গেটে রয়েছে সশস্ত্র পুলিশ। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। সকালে ব্রাত্য বসু ও মালা রায় কলেজ গেলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান সাধারণ ছাত্রছাত্রীরা। 
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চার ছাত্রীকে অধ্যক্ষের ঘরে কথা বলার জন্য ডেকে পাঠান। তাঁরা অভিযোগ জানান শিক্ষামন্ত্রীকে। 
যোগেশচন্দ্র আইন কলেজ এবং যোগেশচন্দ্র ডে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে সরস্বতী পুজো নিয়ে ঝামালে শুরু হয়। সেই ঝামেলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। বিজেপি এই সুযোগে ঘটনাটিতে সাম্প্রদায়িক রঙ দিয়েছে। 

Comments :0

Login to leave a comment