protest tea growers

চায়ের ন্যায্য মূল্যের দাবিতে বিক্ষোভ চা চাষীদের

জেলা

জলপাইগুড়িতে চা পর্ষদের দপ্তরে বিভিন্ন দাবিতে বিক্ষোভ ক্ষুদ্র চা চাষীদের।। ছবি:- দীপশুভ্র সান্যাল

কাঁচা চা পাতার সঠিক দাম সহ ছয় দফা দাবিতে চা পর্ষদের অফিসে বিক্ষোভ ক্ষুদ্র চা চাষিদের। 
মঙ্গলবার ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফোরাম অফ স্মল টি গ্রওয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জলপাইগুড়িতে চা পর্ষদের অফিসে বিক্ষোভে ফেটে পরেন ক্ষুদ্র চা চাষীরা। দীর্ঘক্ষণ প্রতিবাদ জানিয়ে মুখে কালো কাপড় বেঁধে টি বোর্ড এর আধিকারিকের কাছে প্রতিবাদ লিপি জমা করেন চা চাষীরা।
বিক্ষোভ কর্মসূচিতে সংগঠণের  সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী বলেন, ক্ষুদ্র চা বাগানের ওপর উত্তরবঙ্গের ১০ লক্ষ মানুষ নির্ভর করে,অথচ আজ তারাই বঞ্চিত, পুজো আসছে কিন্তু শ্রমিকদের বোনাস কোথায় থেকে দেবেন তারা। তিনি আরও বলেন কাঁচা চা পাতার ন্যায্য দাম অর্থাৎ সহায়ক মূল্য নির্ধারণ, অবৈজ্ঞানিক ভাবে টি ওয়েস্ট ও রং দিয়ে চা বানানো বন্ধ  করা, বটলিফ ফ্যাক্টরি গুলো অবৈজ্ঞানিক ভাবে জল কাঁটা ও ওয়েইমেন্ট স্কেল এর কারচুপি করছে।

ক্ষুদ্র চা চাষিদের সংগঠণের চেয়ারম্যান রজত কুমার রায় কার্জি জানান, কাঁচা চা পাতার ন্যায্য দাম না পেলে উত্তরবঙ্গের চা  চাষীদের জীবনে বিপর্যয় নেমে আসবে ক্ষতিগ্রস্ত হবে উত্তরের সামগ্রীক বাজার।

Comments :0

Login to leave a comment