সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে, আমরা জানতাম, সীতারাম এবং সিপিআই(এম) সঙ্গে থাকবে, আছে। শনিবার দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে এভাবেই সীতারাম ইয়েচুরিকে স্মরণ করেছেন সমাজকর্মী তিস্তা শীতলবাদ।
তিনি বলেন, ২০০২ সালে ১ মার্চ সীতারাম অন্যতম সাংসদ যে দাঙ্গা বিদ্ধস্ত গুজরাটে গিয়েছিলেন। ভারতের ইতিহাস, ঐতিহ্যের বিষয় তার সম্যক ধারনা ছিল। সংসদে তিনি বলেছিলেন গোরক্ষক দের আইন করে নিষিদ্ধ করতে হবে। সীতারাম যে জন্য লড়াই চালিয়েছে তাকে সম্মান জানাতে হবে ‘ইন্ডিয়া’-কে। মানুষের জন্য লড়াই করতে হবে।
অর্থনীতিবিদ ও অধ্যাপক প্রভাত পট্টনায়েক বলেন, সীতারাম একজন মেধাবি ছাত্র ছিলেন। ইচ্ছা করলেই বিদেশ থেকে পড়াশোনা করতে পারতেন, কিন্তু জেএনইউতে থেকেই লেখা পড়া করার সিদ্ধান্ত নেন। পরবর্তী সময় দলের সর্বক্ষণের কর্মী হন।
সাংবাদিক এন রাম বলেছেন, সময় এসেছে সীতারামের মতাদর্শের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। আজ রাজনৈতিক নেতারা এখানে বলেছেন সীতারাম কি ভাবে দেশের সংবিধানরক্ষার জন্য লড়াই করেছেন।
Sitaram Yechury Condolence
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে থাকবেন জানতাম, ইয়েচুরি স্মরণে তিস্তা
×
Comments :0