Three Bodies

ছয় ঘণ্টার ব্যবধানে যশোর সীমান্তে উদ্ধার ৩টি দেহ, শরীরে আঘাতের চিহ্ন

আন্তর্জাতিক

বুধবার সন্ধ্যায় যশোরের শার্শা সীমান্ত থেকে আরও এক মৃতদেহ উদ্ধার। বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে মৃতের নাম সাকিবুর ঢালী(২২)। তিনি বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের বাসিন্দা। এদিন সন্ধ্যায় শার্শা জেলার অগ্রভুলাট সীমান্তে ইছামতী নদীর কাছ থেকে (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবির সহযোগীতায় শার্শা থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। ছয় ঘণ্টার ব্যবধানে যশোরের সীমান্তে তিন বাংলাদেশির দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া খবরে জানা গেছে নিহতদের নাম জাহাঙ্গীর হোসেন(৫০), সাবু হোসেন (২৮) ও সাকিবুল ঢালী(২২)। পুলিশ জানিয়েছে যে তিনটি দেহ উদ্ধার হয়েছে তাঁদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। 
এদিন সকালে যশোরের পাঁচভুলাট সীমান্ত থেকে বেনাপোলের কাগজপুকুর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমের দেহ উদ্ধার হয়। পরে সীমান্তের ইছামতী নদীর অপর পাশে গুরুতর আহত হন বেনাপোলের দিঘিরপাড় গ্রামের বাসিন্দা সাবু হোসেন। আহত অবস্থায় বাড়ি আসার কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। শার্শার অগ্রভুলাট সীমান্তের ইছামতি নদী থেকে চৌগাছার সাদাতপুর গ্রামের বাসিন্দা সাকিবুল নামে আরও একজনের দেহ উদ্ধার হয়।  
একাধিক সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে নিহতরা মঙ্গলবার রাতে সীমান্ত পার হয়ে ভারতে যান। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে নাভারন সার্কেলর সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, ‘‘শার্শার পাঁচভুলাট ও অগ্রভুলাট সীমান্তে দুজনের দেহ উদ্ধার করা হয়। এছাড়া বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে আহত অবস্থায় উদ্ধারের পর বাড়িতে আরও একজনের মৃত্যু হয়। প্রাথমিক অনুমান পিটিয়ে এবং নির্যাতন করে হত্যা করা হয়েছে। মৃতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দেহগুলি মর্গে পাঠানো হয়েছে। আমরা তদন্ত করছি। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে।’’
স্থানীয়দের অনুমান, নিহতরা রাতে চোরাচালানির পণ্য আনার উদ্দেশে ভারতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়ে মারধরের শিকার হয়ে মারা যান।

Comments :0

Login to leave a comment