সারা দিনরাত অপেক্ষাই সার। ফাঁদ পেতে খাদ্য সাজিয়ে রাখা সবকিছুই কার্যত ব্যর্থ। সোমবার সারাদিনই কোন খোঁজ পাওয়া গেল না। বাঘিনী জিনাতের। সোমবারও বনকর্মীরা সজাগ দৃষ্টিতে গোটা রাইকা পাহাড়জুড়ে নজরদারি চালালেন। বনদপ্তর সূত্রে জানা গেছে শনিবার রাতের দিকে কিছুটা পশ্চিমের দিকে অগ্রসর হওয়ার পর আবার সেই পুরনো জায়গাতেই ফিরে যায় জিনাত। জঙ্গলের যে জায়গায় বাঘিনী অবস্থান করছে সেই জায়গাটি স্যাডো জোন। যার ফলে তার গতিবিধি সম্পূর্ণ নাগালের বাইরে। ঘটনাস্থলে বনকর্মীদের সঙ্গে রয়েছেন পুলিশ আধিকারিকেরাও।
Tigress Zeenat
ব্যর্থ বনদপ্তর, মিলল না খোঁজ জিনাতের
×
Comments :0