RG KAR PROTEST

মাথাভাঙার পর নৈহাটিতে প্রতিবাদ মিছিলে হামলা তৃণমূলের

রাজ্য জেলা

মাথাভাঙার পর নৈহাটি ফের প্রতিবাদীদের মিছিলে হামলা চালালো তৃণমূল। আর জি কর হাসপাতালের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে রবিবার রাজ্যের বিভিন্ন জায়গায় স্কুলের প্রাক্তনীদের মিছিল হয়। নৈহাটিতে সেই মিছিলেই হামলার চালিয়েছে তৃণমূল। হামলায় তিনজন মহিলা সহ দশজন প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী আহত হয়েছেন। হামলার প্রতিবাদে রামকৃষ্ণ মোড়ে অবরোধ করেন প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা। এই ঘটনায় নৈহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিন নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের সামনে থেকে ও স্বপ্নবীথি পার্কের সামনে থেকে নৈহাটির আটটি স্কুলের প্রাক্তন ছাত্র ও ছাত্রীদের মিছিল শুরু হয়। নৈহাটি অরবিন্দ রোডে গিয়ে এই দু’টো মিছিল একসাথে এগিয়ে চলে। নৈহাটি রামকৃষ্ণ মোড়ে মিছিল আসার পর তৃণমূলের দুষ্কৃতীরা মিছিলের ওপর হামলা চালায়। তৃণমূলের দুস্কৃতীরা মিছিলে উপস্থিত প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের বেপরোয়াভাবে মারতে থাকে। পুলিশ দূরে দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করে। বিক্ষুব্ধ প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা হামলার প্রতিরোধ করেন। হামলার প্রতিবাদে এবং দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে রামকৃষ্ণ মোড়ে অবরোধ করেন তাঁরা। প্রায় একঘণ্টা অবরোধ চলে। এরপর পুলিশ ও তৃণমূলের দুষ্কৃতীরা মিলিতভাবে এসে অবরোধ তুলে দেয়। এই ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়।

Comments :0

Login to leave a comment