ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলে তৃণমূল নেতা রাজ্জাক খাঁকে গুলি করে খুনের অভিযোগ। বৃহস্পতিবার রাতে ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ওই তৃণমূল নেতা ভাঙড় থেকে নিজের বাড়ি ফিরছিলেন। পথে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। স্থানীয়দের বক্তব্য গুলি করার পর মৃত্যু নিশ্চিত করতে নৃশংসভাবে কোপানো হয়েছে তাঁকে। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে।
Bhangar-Shootout
ভাঙড়ে গুলিবিদ্ধ তৃণমূল নেতা

×
Comments :0