US Elections

ট্রাম্প সমর্থকদের '‘আবর্জনা’ বলে তোপ বাইডেনের

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের ‘আবর্জনার সঙ্গে’ তুলনা করে বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
পুয়ের্তো রিকোকে ‘আবর্জনার দ্বীপের’ সঙ্গে তুলনা করে কয়েকদিন আগে ট্রাম্পের এক সমাবেশে এক কৌতুকাভিনেতা যে বর্ণবাদী রসিকতা করেছিলেন, সে বিষয়ে মন্তব্য করেন বাইডেন।
"আমি সেখানে ভাসতে থাকা একমাত্র আবর্জনা দেখতে পাচ্ছি তা হ'ল ওর সমর্থকরা। ল্যাটিনোদের প্রতি তার পৈশাচিক মনোভাব অযৌক্তিক, এবং এটি অ-আমেরিকান। মঙ্গলবার (২৯ অক্টোবর) ল্যাটিনো ভোটারদের প্রচারের সময় বাইডেন বলেন, ‘আমরা যা করেছি, যা কিছু করেছি তার সম্পূর্ণ বিপরীত’।
অন্যদিকে বাইডেনের মন্তব্যকে হাতিয়ার করে রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও পেনসিলভানিয়ার অ্যালেনটাউনে হাজার হাজার ট্রাম্প সমর্থকের সামনে বিষয়টি উত্থাপন করেন।
ট্রাম্প, নিজেও এর নিন্দা করেছেন। অ্যালেনটাউনে সমাবেশ করা ট্রাম্প বাইডেনের মন্তব্যকে ‘ভয়ানক’ বলেও বর্ণনা করেন এবং ২০১৬ সালে ট্রাম্পের কিছু সমর্থককে ‘অত্যন্ত খারাপ’ বলে হিলারি ক্লিনটনের মন্তব্যের সঙ্গে তুলনা করেন। 
‘‘সুতরাং, আপনাকে হিলারিকে (ক্লিনটন) মনে রাখতে হবে - তিনি বলেছিলেন ‘অত্যন্ত খারাপ’ এবং তারপরে তিনি বলেছিলেন ‘সংশোধনের অযোগ্য’,’’ ট্রাম্প বলেন। ‘‘‘‘আবর্জনা’’ আমি মনে করি আরও খারাপ, ’’ ট্রাম্প বলেন।
ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় বাইডেন পরে এক্স-এ তার মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন।

বাইডেন লিখেছেন, ‘‘আজ সকালে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের সমাবেশে ট্রাম্পের সমর্থকরা পুয়ের্তো রিকো সম্পর্কে যে বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়েছেন তাকে আমি আবর্জনা বলে উল্লেখ করেছি।
‘ল্যাটিনোদের প্রতি তার পৈশাচিক মনোভাব অযৌক্তিক। আমি শুধু এটুকুই বলতে চেয়েছি’। বাইডেন বলেন, ওই সমাবেশের মন্তব্যে জাতি হিসেবে আমরা কারা তা প্রতিফলিত হয় না।
বাইডেন এমন সময় এ মন্তব্য করলেন যখন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ওয়াশিংটন ডিসিতে এক বক্তৃতায় যুক্তরাষ্ট্রকে বিভেদমূলক পরিবেশ ও অতীত পেরিয়ে ঐক্য ও সমঝোতার যুগে নিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন।
ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে গর্বিত হলেও তার প্রেসিডেন্সি ভিন্ন হবে- কারণ চ্যালেঞ্জগুলো ভিন্ন।

Comments :0

Login to leave a comment