পুলিশের সামনেই আন্দোলনকারী পড়ুয়াদের মারধর, টানাহ্যাঁচড়া, হেনস্তা করল বিশ্বভারতীর নিরাপত্তারক্ষী বাহিনী। খোদ উপাচার্যর বাসভবনের সামনের এই ঘটনায় ফের সরগরম বিশ্বভারতী। পড়ুয়া আন্দোলনের জেরে ১৪ দিন গৃহবন্দী হয়ে রয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। মঙ্গলবার পুলিশের সহযোগিতায় বাসভবন থেকে বেরতে যান উপাচার্য। গাড়ির সামনে বসে পড়ে বাধা দেন আন্দোলনকারী পড়ুয়ারা। সেই সময় ছাত্র-ছাত্রীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। টানাহ্যাঁচড়া করে পড়ুয়াদের এলাকা থেকে সরানোর মরিয়া চেষ্টা দেখা যায় নিরাপত্তারক্ষীদের তরফে। পড়ুয়ারাও নাছোড় থাকেন। কোনোমতেই তাঁরা রাস্তা ছাড়েননি।
উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক সিদ্ধান্তের প্রতিবাদে সরব পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগ, ছাত্রনেতা সোমনাথ সৌ সহ অন্যান্যদের রীতিমতো মারধর করা হয়। ছাত্রী মীনাক্ষি ভট্টাচার্যকে মাটিতে ফেলে টানাটানি করা হয়। তবুও পড়ুয়ারা উপাচার্যের গাড়ির বেরোনোর পথ আটকে রাখেন। শেষমেশ উপাচার্যই রণে ভঙ্গ দেন। ঢুকে যান বাংলোর ভেতরে। পড়ুয়ারা অব্যাহত রাখেন তাদের অবস্থান। এসএফআই বিশ্বভারতী লোকাল কমিটির সম্পাদক প্রত্যুষ মুখার্জি বলেন, ''শান্তিপূর্ণ অবস্থান করছেন পড়ুয়ারা। নায্য দাবিতেই চলছে আন্দোলন। পড়ুয়াদের সাথে আলোচনায় না বসে উপাচার্য বারবার বলপ্রয়োগের পথ নিচ্ছেন। আমাদের স্পষ্ট কথা, উপাচার্য আলোচনায় বসে সমস্যার সমাধান করুন।''
Comments :0