VINESH PHOGAT CONGRESS

ইস্তফা গৃহীত হয়নি, বিনেশের প্রার্থীপদে বাধা দিতে বলল রেল

জাতীয়

পদকজয়ী প্রতিবাদী দুই কুস্তিগির যোগ দিয়েছেন কংগ্রেসে। বিনেশ ফোগট এবং বজরং পুনিয়া কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের হাত ধরে কংগ্রেসের যোগ দেন। আর শুক্রবারই রেলের সূত্র থেকে জানানো হলো ইস্তফা পত্র দিলেও তা গৃহীত হয়নি। সেই সঙ্গে সূত্র মারফত বলা হলো যে ইস্তফার পালা সাঙ্গ না হওয়া পর্যন্ত কোনও রাজনৈতিক দলে যোগ দিতে পারেন না এই দুই কুস্তিগির।
বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগটদেরই নেতৃত্বে নারী নির্যাতনের প্রতিবাদী মঞ্চ গড়ে উঠেছে। কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রদান বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের নির্যাতনের অভিযোগ তুলে টানা বসে থেকেছেন রাস্তায়। সারা দেশ নড়ে গিয়েছে সেই প্রতিবাদে। হরিয়ানায় নির্বাচনের আগে পুনিয়া এবং ফোগট দিয়েলেন কংগ্রেসে। হরিয়ানার জুলানায় বিনেশকে প্রার্থীও করতে পারে কংগ্রেস। তার আগেই রেলকে দিয়ে বাধা তৈরি করতে নামল কেন্দ্রের বিজেপি সরকার। 
গত ৭ সেপ্টেম্বর হায়দরাবাদে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন দু’জনই। নর্দার্ন রেলে তাঁদের চাকরি থেকে ইস্তফার চিঠিও দেন।  বিনেশ ফোগট তাঁর এক্স অ্যাকাউন্টে পোস্ট করে নর্দার্ন রেল থেকে ইস্তফার কথা ঘোষণা করেন। তিনি সেই পোস্টে লেখেন, "ভারতীয় রেলওয়েতে কাজ করতে পেরে আমি গর্বিত, এটি আমার জীবনের স্মরণীয় সময়। আমি রেলওয়ের চাকরি থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। দেশের সেবা করার যে সুযোগ রেলওয়ে আমাকে দিয়েছে তাঁর জন্য আমি সর্বদা ভারতীয় রেলওয়ে পরিবারের কাছে কৃতজ্ঞ থাকব।" 
নিয়ম অনুসারে যতক্ষণ না পদত্যাগপত্র পত্র গ্রহণ হচ্ছে ততক্ষণ তাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

Comments :0

Login to leave a comment