SFI

তুমুল বিক্ষোভ এসএফআই’র, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনার আশ্বাস উপাচার্যের

রাজ্য কলকাতা

ছাত্র আন্দোলনের চাপে সিন্ডিকেটের বৈঠকে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করার আশ্বাস দিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এসএফআই কলকাতা জেলা কমিটির ডাকে হেদুয়া থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় পর্যন্ত মিছিল করা হয়। সেই মিছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে আসলে গেট বন্ধ করে দেওয়া হয়। এসএফআইয়ের একটি প্রতিনিধি দল উপাচার্য শান্তা দত্তের কাছে ডেপুটেশন দেন এবং তাঁর সাথে কথা বলতে যায়। প্রতিনিধি দলে ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, সভাপতি প্রণয় কার্য্যী, কলকাতা জেলা সম্পাদক কমিটির সম্পাদক দীধিতি রায় ও সভাপতি বর্ণনা মুখার্জি, কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির সম্পাদক মাল্যবান গাঙ্গুলি ও সভাপতি তাজবুল হক। 
দেবাঞ্জন দে জানান, "আমাদের প্রধান কথা ছাত্র সংসদ নির্বাচন চাই। যত অবৈধ ইউনিয়ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজগুলিতে চলছে সেই সবগুলিকে বাতিল ঘোষণা করতে হবে। ছাত্রছাত্রীদের টাকা নয়ছয় করছে এই অবৈধ ইউনিয়ন। উপাচার্য বলেছেন আগামীকাল সিন্ডিকেট বৈঠক আছে। ওই বৈঠকে এই ইস্যুগুলো তুলবেন। আমাদের কড়া নজর থাকবে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা। না হলে আমরা আবার আসব।" 


ক্যাম্পাসের ভিতরে নিরাপত্তাহীনতায় ভুগছে ছাত্রছাত্রীরা। প্রতিদিন থ্রেট সিন্ডিকেটের মুখে পড়তে হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের, এমনটাই অভিযোগ করছেন এসএফআই নেতৃবৃন্দ। তাঁরা বলছেন, ভয় মুক্ত ক্যাম্পাস তৈরি করতে হবে যা শুধুমাত্র সম্ভব নির্বাচিত ছাত্র সংসদের মাধ্যমে। 
দেবাঞ্জন আরও বলেন, " ২০১৭ সালের পর গোটা রাজ্যের প্রায় সমস্ত ক্যাম্পাসে নির্বাচন হয়নি। যে ছাত্র সংসদ নির্বাচিত নয় তার বৈধতা কি ভাবে থাকতে পারে। অবৈধ ইউনিয়ান কী ভাবে ইউনিয়ন ফি ব্যবহার করতে পারে। আমরা আগেও শিক্ষা দপ্তর অভিযান করেছি দরকার হলে আবার যাবো। আমার চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারকে নির্বাচন করানোর জন্য চাপ দিক।"

Comments :0

Login to leave a comment