চলতি সপ্তাহে ২০টি বিমান জরুরি অবতরণ করল বোমার হুমকিতে। বৃহস্পতিবার মুম্বাইয়ে অবরতরণের আগে জুরুরি সঙ্কেত পাঠায় ভিস্তারা ওই বিমান। ফ্র্যাঙ্কফুর্ট থেকে মুম্বাইয়েই আসছিল বিমানটি। পাকিস্তানের আকাশে ওড়ার সময় বিমান থেকে পাঠানো হয় বিপদসঙ্কেত।
গত সোমবার ভারতের ছয়টি আন্তর্জাতিক উড়ানকে নামতে হয় অনলাইনে বোমা হুমকি পাওয়ার পর। মঙ্গলবার আরও দশটি বিমানে বোমা থাকার হুমকি আসে। বুধবারও ছয়টি বিমানকে নামাতে হয়।
পরপর বোমার হুমকি কেন, এখনও তা স্পষ্ট নয়। দেখা গিয়েছে প্রতিবারই হুমকি দেওয়া হয়েছে কোনও না কোনও সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে।
এদিন ভিস্তারার মুখপাত্র বলেছেন, হুমকি পাওয়ার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী বিমানবন্দরে নিরাপদেই নেমেছে এই বিমান।
FLIGHT BOMB THREAT
এবার ভিস্তারা, ৪ দিনে ২০ বিমানে বোমার হুমকি
×
Comments :0