সৌদি আরবে আইপিএলের ২০২৫ এডিশনের প্রথম দিনে চমকের পর চমক।
গত মরশুমে ভালো পারফরম্যান্স না করার জেরেই হয়ত কোনও দলই ডেভিড ওয়ার্নারকে নিল না। যদিও দিল্লির হয়ে সর্বোচ্চ ৫১৬ রান তিনিই করেছিলেন। ২ কোটি টাকাতেও তাঁকে কোনো ফ্রাঞ্চাইজি কেন নিল না তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। সব মিলিয়ে এখনও পর্যন্ত আইপিএলে মোট ৬০০০ রান করে ফেলেছেন ওয়ার্নার। পরবর্তী নিলাম পর্বে কোনও দল তাঁকে নেয় কিনা সেদিকেই তাকিয়ে সমর্থকরা।
বেঙ্গালুরুর সঙ্গে সমান সমান লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্স ফের দলে ফেরালো বেঙ্কটেশ আইয়ারকে। এই বছর কলকাতাকে চ্যাম্পিয়ন করার পিছনে অন্যতম প্রধান ভূমিকা নিয়েছিলেন এই অল রাউন্ডার। ২৩ কোটি ৭৫ লক্ষে কলকাতায় ফিরলেন ভেঙ্কটেশ।
রবিচন্দ্রন অশ্বিনকে ৯. ৭৫ কোটিতে ফিরিয়ে নিল চেন্নাই সুপার কিংস। শ্রেয়স আইয়ারকে দলে নিল পাঞ্জাব কিংস ২৬.৭৫ কোটিতে। এখনও পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ ২৭ কোটিতে সঞ্জীব গোয়েঙ্কার লক্ষ্ণৌ সুপার জায়ান্ট দলে টানল ঋষভ পন্থকে।
IPL Auction
ডেভিড ওয়ার্নারকে নিল না কোনও দল, কলকাতায় ফিরলেন ভেঙ্কটেশ
×
Comments :0