Weather

তাপপ্রবাহের সতর্কতা জারি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়

রাজ্য

কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি। গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলও দক্ষিণবঙ্গে গরম আবহাওয়া বজায় থাকবে শনিবার। সেই সঙ্গে বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শনিবার ও রবিবার এই দুদিন দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।  জানানো হয়েছে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই , তবে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই আবহাওয়া শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিনদিন তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। 
শনিবার সকালে কলকাতার আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি বেশি। শহরের তাপমাত্রা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৮ ডিগ্রি সেলসিয়াস ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস! যা স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আর্দ্রতার হার ছিল সর্বোচ্চ ৯২ শতাংশ ও সর্বনিম্ন ২৭ শতাংশ। হাওয়া অফিসের পূর্বাভাস এদিন আরও ১-২ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। আগামী কয়েক দিন তাপমাত্র ঊর্ধ্বমুখী হয়ে ৪০ ডিগ্রি টপকে যেতে পারে কলকাতার তাপমাত্রা।
উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ির কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে শনিবার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অনান্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।  উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী কয়েকদিন।

Comments :0

Login to leave a comment