নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় ট্রেলার। ট্রেলার ভর্তি ভুট্টার বস্তা ছিটকে পড়ে রাস্তার পাশে। উলটে যাওয়া ট্রেলার ও তাতে থাকা ভারতীয় ভারি ভুট্টার বস্তা চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই মহিলা ও এক শিশুর। মৃত্যু হয়েছে আলপনা বাগদি(৪৮), উন্নতি বাগদি (৫০) এবং দিব্যেন্দু বাগদির (৫)। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডের ম্যাসাঞ্জরে। মৃতরা সকলেই বীরভূমের। বাড়ি কীর্ণাহার ও তার আশপাশের গ্রামে। ঘটনায় জখম হয়েছে আরও দশ-বারো জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানান্তরিত করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে। বাকিরা সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় শোকের ছায়া গ্রামজুড়ে। জানা গেছে একাটি বাস ভাড়া করে গ্রাম থেকে দলবেঁধে দেওঘর বেড়াতে যাওয়ার জন্য বেরিয়েছিলেন গ্রামের এই দলটি। যাওয়ার পথে ম্যাসাঞ্জরে নেমে একটু বেড়ানোর জন্য রাস্তার ফুটপাথ ধরে হাঁটতে গিয়ে ঘটেছে এই বিপত্তি।
প্রত্যক্ষদর্শীদের কথায়, বুধবার সন্ধ্যা ছ'টা নাগাদ কীর্ণাহার থেকে পর্যটকদের নিয়ে বেরোনো বাসটি ম্যাসাঞ্জরে গিয়ে একটু বিরতি নেয়। বাসে থাকা লোকজন ম্যাসাঞ্জরের নেমে মূল রাস্তার ধারে ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে ম্যাসাঞ্জর ড্যামের দিকে এগোতে থাকেন। ড্যামের মুখে থাকা রাস্তার বাঁকের কাছে ঘটে যায় দুর্ঘটনাটি। ভুট্টা বোঝাই ষোলো চাকার একটি ট্রেলার বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা উলটে যায়। তাতেই চাপা পড়েন বহু মানুষ। দুর্ঘটনাগ্রস্থদের প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণ করেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক তিনজনকে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। জখমদের বেশ কয়েকজনের শরীরের একাধিক হাড় ভেঙেছে বলেও জানা গিয়েছে।
পর্যটক দলে থাকা সুদর্শন পাল জানিয়েছেন, ‘‘আমরা সবাই রাস্তার ফুটপাথ ধরে যাচ্ছিলাম। সেই সময় জোরে আসা ভারি গাড়ি টাল সামলাতে না পেড়ে জোরে ব্রেক করে। তাতেই সামলাতে না পেরে উলটে যায়। চাপা পড়ে আমাদের মধ্যে সামনের দিকে থাকা অনেকে। তিনজন মারা গেছে। বর্ধমানে তিনজনকে পাঠানো হয়েছে। বাকিদের সিউড়িতে চিকিৎসা চলছে।’’
Accident at Massanjore
ঝাড়খন্ডে দুর্ঘটনায় শিশু সহ নিহত বীরভূমের ৩
×
Comments :0