Accident

মা উড়ালপুলে দুর্ঘটনা, আহত চাকরি প্রার্থী

জেলা কলকাতা

চারকির পরীক্ষা দিতে গিয়ে দুর্ঘটনার কবলে চাকরি প্রার্থী। সোমবার সকালে কলকাতার মা উড়ালপুলে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা মারে একটি র‍্যাপিডোর। ওই বাইকে করে সল্টলেকে টিসিএসে চাকরির পরীক্ষা দিতে যাচ্ছিলেন এক তরুণী। 

প্রত্যক্ষদর্শীদের দাবি ধাক্কা লাগার পর প্রায় ২৫ ফুট নিচে ছিটকে পড়লেন তরুণী আরোহী। হাওড়ার ডোমজুড় থেকে সল্টলেক টি সি এসে চাকরির পরীক্ষা দিতে যাচ্ছিলেন তিনি। গুরুতর আহত অবস্থায় বাইক চালক এবং তরুণী ভর্তি হাসপাতালে। 

Comments :0

Login to leave a comment