Accident Shantipur

ঘন কুয়াশা জেরে পথ দুর্ঘটনা, নদিয়ায় মৃত ৩

রাজ্য জেলা

ঘন কুয়াশা জেরে জাতীয় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো তিন ব্যক্তির। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে, নদিয়ার শান্তিপুরের বাবলা বাইপাস এলাকায়। ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরবেলা ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটে, যার ফলস্বরূপ দুটি ট্রাক একে অপরকে সজোরে ধাক্কা মারে। স্থানীয়দের বক্তব্য  ঘটনাটি ঘটেছে এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ। তীব্র শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দেখতে পান,  শান্তিপুর বাবলা বাইপাস ১২ নম্বর জাতীয় সড়কে কলকাতা থেকে কৃষ্ণনগর গামী একটি লরির পেছনে একটি ছোট মাল বাহি চারচাকা গাড়ি সজরে ধাক্কা মারলে, ঘটনাস্থলে প্রাণ হারান ছোট গাড়িতে থাকা তিন ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায় দুটো গাড়ি কলকাতা থেকে কৃষ্ণনগর উদ্দেশ্যে যাচ্ছিল। শান্তিপুর বাবলা বাইপাস এলাকায় একটি চায়ের দোকান সংলগ্ন একটি জায়গায় লরি খুব ধীরে চলছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের লরির পেছনে সজোরে ধাক্কা মারে মালবাহী ছোট চার চাকা গাড়িটি। স্থানীয়দের প্রাথমিক অনুমান ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা। ধাক্কা মারার পর ছোট গাড়িটা আটকে যায় লরির পিছনে। সেই অবস্থায় গাড়ি চালিয়ে এগিয়ে যেতে থাকে লরির চালক। ছোট গাড়ি থেকে একজনের দেহ রাস্তায় এসে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। দেহ তিনটি উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর থানায় ও দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটোকে আটক করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment