এনসিপির প্রতীক ‘ঘড়ি’ ব্যবহার করতে পারবে অজিত পাওয়ার নেতৃত্বাধীন এনসিপি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে শরদ পাওয়ারের এনসিপিকে ব্যবহার করতে হবে অন্য প্রতীক। উল্লেখ্য লোকসভা নির্বাচনে যেই প্রতীক ব্যবহার করে তা হচ্ছে ‘শিঙা বাদক’। আদালতের রায়ের ফলে শিঙা বাদকের প্রতীক ব্যবহার করতে হবে শরদ পাওয়ারদের।
তবে এদিন শীর্ষ আদালত দলীয় প্রতীক সংক্রান্ত যেই মামলা তা নিয়ে কোন চুড়ান্ত রায় জানায়নি। নির্বাচন কমিশনের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় শরদ পাওয়ার গোষ্ঠী। শিবসেনার একনাথ শিন্ডের মতো এনসিপির অজিত পাওয়ার সহ কয়েজন বিধায়ককে নিজেদের দিকে টানে বিজেপি। যার ফলে শরদ পাওয়ারের দলে ভাঙন তৈরি হয়। তারপর দলীয় প্রতীক নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় টানা পোড়েন। নির্বাচন কমিশনের নির্দেশে দলের নাম এবং প্রতীক ব্যবহার করার অধিকার পাব অজিত পাওয়ার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শরদ পাওয়ার।
NCP
‘ঘড়ি’ ব্যবহার করতে পারবে অজিত পাওয়ার
×
Comments :0