Akhilesh Yadav

মুখ্যমন্ত্রীর বাসভবনের তলায় আছে শিব লিঙ্গ : অখিলেশ

জাতীয়

জ্ঞানবাপী, সম্ভলের মসজিদকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের রাজনীতির অংশ হয়ে উঠেছে ‘শিব লিঙ্গ’। এবার সেই শিব লিঙ্গ নিয়ে তর্কে জড়ালো বিজেপি এবং সমাজবাদী পার্টি। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব মন্তব্য করেছেন যে লখনৌতে মুখ্যমন্ত্রীর বাসভবনের তলায় আছে শিব লিঙ্গ। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যোগীর বাসভবনের নীচে শিব লিঙ্গ!
সম্প্রতি সম্ভলের মসজিদের সমীক্ষাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে দাবি করা হয় শিব মন্দির ভেঙে তৈরি করা হয়েছে মসজিদ। নিম্ন আদালতের নির্দেশের ওই মসজিদ সমীক্ষা করতে গেলে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়। আহত হয় অনেকে, নিহতও হয়েছেন কয়েকজন। 
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ মন্তব্য করেছেন যে, ‘বিজেপি সরকার নিজেদের ব্যার্থতা আড়াল করার জন্য বিভিন্ন জায়গা খুঁড়ছে মন্দিরের নাম করে। আমরা বিশ্বাস করি মুখ্যমন্ত্রীর বাসভবনের নীচে শিব লিঙ্গ আছে। তার সমীক্ষা করা উচিত, মাটি খোঁড়া উচিত।’ তিনি আরও বলেন, বেআইনি ভাবে বুলডোজার দিয়ে রাজ্যের গরীব মানুষের ভাঙা হয়েছে সরকারের পক্ষ থেকে। রাজ্যের বিজেপি শাসনে কোন উন্নয়ন হয়নি। উল্টে ভাঙা হয়েছে এমন দাবি করেছে অখিলেশ। 
অখিলেশের মন্তব্যের সমালোচনা করতে গিয়ে সুক্ষ ভাবে সাম্প্রদায়িক উষ্কানি দিয়েছে বিজেপি। তাদের দাবি। শিব লিঙ্গের অপমান করেছেন অখিলেশ, ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখে তিনি এই মন্তব্য করেছেন। ভোট ব্যাঙ্ক বলতে যে বিজেপি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের বোঝাচ্ছেন তা বোঝা গিয়েছে।

Comments :0

Login to leave a comment