Mob Lynching

চোর সন্দেহে বীরভূমে পিটিয়ে খুনের অভিযোগ

রাজ্য জেলা

চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে বীরভূমে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদ বাজার থানার চৌপাট্টা গ্রামে। জানা গেছে, ভাঁড়কাটা গ্রামের যুবক মাসুম মোল্লা(২৫) মঙ্গলবার রাতে মদ্যপ অবস্থায় যায় চৌপাট্টা গ্রামে। সেখানে সে নেশাগ্রস্থ অবস্থায় কোনোরূপ অশালীন আচরন করে বলে অভিযোগ। একটি সূত্রে জানা গেছে,  গণপুর পঞ্চায়েতের চৌপাট্টা গ্রামে একজনের বাড়িতেও সে ঢুকে পড়ে। বাড়ির বাসিন্দারা চোর সন্দেহে চিৎকার করে উঠতেই প্রতিবেশীরা জড়ো হয়ে মাসুমের উপর চড়াও হয়। অভিযোগ, এরপরই নির্মম ভাবে পেটানো হয় যুবককে। মারের চোটে যুবক অচৈতন্য হলে এলাকার মানুষই কেউ তাকে প্যাটেলনগর হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর যায় থানায়। লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের কাকা বদরুল মোল্লা। তাঁর কথায়, ‘‘আমার ভাইপো নেশাগ্রস্থ ছিল। সেই সময় পাশের চৌপাট্টা গ্রামে একজনের বাড়িতে ঢুকে পড়ে। সেখানেই চোর সন্দেহে মারধর করে মেরে ফেলা হয়েছে। আমরা রাত একটার সময় খবর পাই। তার হাসপাতালে আসি। ততক্ষনে সব শেষ।’’
মৃত যুবকের সারাদেহে চরম আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামেই উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ প্রহরা মোতায়েন করা হয়েছে। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এদিন হওয়া ময়নাতদন্তের রিপোর্টে অতিরিক্ত মারধরের কারণেই এই মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
 

Comments :0

Login to leave a comment