Budget allotment

গুরুত্বপূর্ণ কোন ক্ষেত্রে কতো

জাতীয়

তৃতীয় বার ক্ষমতায় আসার পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করলো মোদী সরকার। কোন দপ্তরের জন্য কতো বরাদ্দ দেখে নেওয়া যাক
প্রতিরক্ষা – ৪,৫৪,৭৭৩ কোটি
গ্রামোন্নয়ন – ২,৬৫,৮০৮ কোটি
কৃষি এবং সংযুক্ত ক্ষেত্র – ১,৫১, ৮৫১ কোটি
স্বরাষ্ট্র – ১,৫০, ৯৮৩ কোটি
শিক্ষা – ১,২৫, ৬৩৮ কোটি
তথ্য প্রযুক্তি ও টেলিকম – ১, ১৬,৩৪২ কোটি
স্বাস্থ্য – ৮৯,২৮৭
বিদ্যুৎ - ৬৮,৭৬৯ কোটি
সমাজিক কল্যাণ – ৫৬,৫০১ কোটি
বাণিজ্য ও শিল্প – ৪৭,৫৫৯ কোটি
২০২৩-২৪ এর বাজেটের রেগা প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ৬০ হাজার কোটি। তা এবার বেড়ে হয়েছে ৮৬ হাজার কোটি। গবেষণা খাতে বরাদ্দ করা হয়েছে ১২০০ কোটি। ওষুধ শিল্পে উৎপাদন সংযুক্ত সহায়তার ক্ষেত্রে বরাদ্দ হয়েছে ২১৪৩ কোটি, গত বাজেটে যা ছিল ১২০০ কোটি। পরমাণু শক্তি প্রকল্পের ক্ষেত্রে বরাদ্দ হয়েছে ২২২৮ কোটি।

Comments :0

Login to leave a comment