Amazon

রাজ্যের ব্যবসা বেড়েছে অ্যামাজনের

রাজ্য

অ্যামাজন ইন্ডিয়ার হোম, কিচেন অ্যান্ড আউটডোরসের ডিরেক্টর কে এন শ্রীকান্ত

পশ্চিমবঙ্গে হোম, কিচেন এবং আউটডোর ব্যবসা দিবগুন বৃদ্ধি করেছে অ্যামাজন। শুক্রবার কলকাতার পার্ক হোটেলের সাংবাদিক সম্মেলনে এ কথা জানালেন অ্যামাজন ইন্ডিয়ার হোম, কিচোন অ্যান্ড আউটডোরসের ডিরেক্টর কে এন শ্রীকান্ত। 
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গ এবং কলকাতায় গৃহসজ্জার পণ্যের চাহিদা বেড়েছে, যা বছরে ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সংস্থা জানিয়েছে কলকাতা পুনর্নবীকরণযোগ্য শক্তির সমাধান গ্রহণ করেছে, সৌর পণ্যের পোর্টফোলিও ৬৫ শতাংশের বেশি বার্ষিক বৃদ্ধি করেছে এবং সৌর প্যানেলের চাহিদাও বেড়েছে।
বাগান করার পণ্যগুলি কলকাতাবাসীদের মধ্যেও চাহিদা বেড়েছে, কারণ অ্যামাজনলাইভ প্ল্যান্ট বিক্রি ৩০শতাংশ বার্ষিক বৃদ্ধি পেয়েছে। 
সংস্থার পক্ষ থেকে শ্রীকান্ত জানিয়েছেন, বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে গোটা রাজ্যের মধ্যে কলকাতায় চাহিদা সব থেকে বেশি। 
অ্যামাজন ইন্ডিয়ার হোম, কিচেন অ্যান্ড আউটডোরসের ডিরেক্টর কে এন শ্রীকান্ত জানিয়েছেন, “এই উৎসবের মরসুমে, অ্যামাজন ইন্ডিয়া একটি অতুলনীয় কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। কলকাতা আমাদের জন্য একটি মূল বাজার, যেখানে আমরা আমাদের বাড়ি, রান্নাঘর এবং আউটডোর বিভাগে বছরে ৩০ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করেছি।’’

Comments :0

Login to leave a comment