GANDERBAL ATTACK

সোনমার্গে সশস্ত্র হামলায় নিহত ২ শ্রমিক

জাতীয়

শোপিয়ানের পর এবার সশস্ত্র হামলা হলো গন্ডেরবলের সোনমার্গে। নির্মীয়মান সুড়ঙ্গে কর্মরত শ্রমিকদের ওপর চলল গুলি। অন্তত ২ শ্রমিক নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। 
প্রাথমিক খবরে জানা গিয়েছে যে রবিবার ওই নির্মীয়মান সুড়ঙ্গে কাজ করছিলেন একাধিক শ্রমিক। তাঁদের ওপরই হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসবাদী বাহিনী। নিহত দুই শ্রমিকই জম্মু ও কাশ্মীরের বাইরের। 
গত ১৮ অক্টোবর জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে সশস্ত্র বাহিনীর হামলায় নিহত হন এক শ্রমিক তাঁর বাড়ি বিহারে। এমন নাশকতার কড়া নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের বিধায়ক এবং সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য ইউসুফ তারিগামি।
তারিগামি বিবৃতিতে বলেছেন, ‘‘পরিযায়ী শ্রমিক অশোক চৌহানকে হত্যার তীব্র নিন্দা করছি। এই নাশকতা কাউকে কোনও সাফল্যই দেয় না। কেবল আক্রান্তের পরিবারকে তীব্র বেদনার মধ্যে ফেলে দেওয়া হয়। ’’ নিহত শ্রমিকের পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছেন তারিগামি।

Comments :0

Login to leave a comment