Odisha governor son

রাজ্যপালের ছেলের মারধর, প্রাক্তন সেনাকর্মীকে বলল জুতো চাটতে

জাতীয়

প্রায় কুড়ি বছর কাজ করেছেন বিমান বাহিনীতে। অবসরের পর ভুবনেশ্বর ফিরে রাজভবনে চাকরি নেন। তাঁকেই ফেলে পিটিয়েছে রাজ্যপালের ছেলে। জুতো চাটতে পর্যন্ত বলেছে।
ঝাড়খন্ডের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী রঘুবর দাস এখন ওড়িশার রাজ্যপাল। তাঁর ছেলে ললিত কুমারের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। রাজভবনে বিভাগীয় স্তরে অভিযোগ দায়ের করেন বায়ু সেনার ওই প্রাক্তন কর্মী বৈকুণ্ঠ প্রধান। প্রতিকার না হওয়ায় শনিবার সংবাদমাধ্যমে ক্ষোভ জানান প্রধানের স্ত্রী সয়োজ। পুরী স্টেশনে বিলাসবহুল দু’টি গাড়ি না পেয়ে চড়াও হয় রাজ্যপালের ছেলে। 
রাজ্যপালের প্রিন্সিপাল সচিবকে প্রধান বলেছেন, ৭ জুলাই রাতে দলবল নিয়ে চলে হামলা। তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেও রেহাই পাননি। জুটেছে চড়, ঘুষি, লাথি। 
৭-৮ জুলাই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছিলেন পুরিতে। তাঁর দেখভালে ভুবনেশ্বর থেকে পুরির রাজভবনে আসেন সহকারী সেকশন অফিসার প্রধান। 
স্ত্রী সয়োজ এদিন বলেন, রাষ্ট্রপতির জন্য এসেছিলেন স্বামী। রাজ্যপালের ছেলের আবদার মেটাতে হবে কেন! 
পুরির সংশ্লিষ্ট থানা‌ অভিযোগ নেয়নি। আর রাজ্যপাল রাজভবনের এই আধিকারিককে ব্যবহার ঠিক করার ‘পরামর্শ’ দিয়েছেন।

Comments :0

Login to leave a comment