SFI Leader Sayan Bhattacharya

দমদমে অটো উল্টে ছাত্র নেতার মৃত্যু

রাজ্য কলকাতা

এসএফআই ভাটপাড়া-জগদ্দল আঞ্চলিক কমিটির সহসভাপতি সায়ন ভট্টাচার্য এক পথ দুর্ঘটনায় বুধবার দুপুরে মারা যায়। তার বয়স হয়েছিল ২০। তার বাবা রাজা ভট্টাচার্য পেশায় একজন ইঞ্জিনিয়ার। বাবা- মায়ের একমাত্র সন্তান।
সায়ন ভট্টাচার্য দমদমে বিড়লা ইনষ্টিটিউট অব টেকনোলজি কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। বুধবার ছিল ইন্টারনাল পরীক্ষা। সকালে বাড়ি থেকে কলেজে যাওয়ার জন্য বের হয়। দমদম ষ্টেশন থেকে অটো ধরে কলেজের উদ্দেশ্য রত্তনাও দেয়। অটোর সামনে বসে ছিল। অভিযোগ প্রথম থেকেই অটো বেপরোয়াভাবে চালাচ্ছিলেন চালক। প্রচন্ড গতিতে রাস্তায় বাঁক নেওয়ার পথে অটোটি উল্টে যায়। সায়ন মাটিতে পড়ে গেলে অটো সায়নের মাথার ওপর চাপা পড়ে। সংজ্ঞাহীন অবস্থায় তাকে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দুপুরে মারা যায় কমরেড সায়ন ভট্টাচার্য। এদিন সায়ন ভট্টাচার্যর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই শোকের আবহ তৈরি হয়। ভাটপাড়া-জগদ্দল এলাকায় ছাত্রদের সংগঠিত করে সংগঠনের পতাকাতলে সমবেত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও নির্বাচন সহ পার্টির সমস্ত কর্মসূচিতে সক্রিয়ভাবে কাজ করতো। প্রাক্তন ছাত্র নেত্রী গার্গী চ্যাটার্জী বলেন,‘‘ কমরেড সায়ন ভট্টাচার্য’র মৃত্যুতে এলাকার ছাত্র আন্দোলনের অপূরণীয় ক্ষতি।’’

Comments :0

Login to leave a comment