Migrant Labour Death

ফের বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু

রাজ্য জেলা

রাজ্যে কাজ নেই, শিল্প তো দূরের কথা, বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কলকারখানা। তাই পেটের টানে ভীন রাজ্যে কাজ যাচ্ছেন বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা। এবার জম্মুতে কাজের গিয়ে প্রাণ হারালের রাজ্যের আরো এক পরিযায়ী শ্রমিক। ঘটনায় ক্ষোভ জানালো মৃত পরিযায়ী শ্রমিকের পরিবার সহ দক্ষিণ দিনাজপুরের তপনের দক্ষিণ জামালপুর গ্রামের মানুষ।
নিহত পরিয়াযী শ্রমিকের পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ৬ নম্বর চন্ডিপুর পঞ্চায়েতের দক্ষিণ জামালপুর গ্রামের মহিলা মাখনা বর্মন(৪২) গিয়ে ছিলেন জম্মুতে কাজ করতে। গত ছয় জানুয়ারি পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার দুপুরে মৃত পরিযায়ী শ্রমিকের দেহ দক্ষিণ জামালপুর গ্রামে নিয়ে এলে স্থানীয়  গ্রামবাসীরা ক্ষোভ উগরে দেন। তাদের বক্তব্য, আমাদের জেলা সহ রাজ্যে কোথাও কোন কল কারখানা নেই। তাই কাজের খোঁজে ভীন রাজ্যে যেতে হচ্ছে। সেখানে গিয়ে দুর্ঘটনা সহ অন্যান্য সমস্যাতেও পড়তে হচ্ছে। পেটের টানে এই গ্রামের অন্তত পঞ্চাশ জন পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে গিয়েছেন। মৃত শ্রমিকের পরিবার যাতে সমস্ত সরকারি সাহায্য পায় সেই দাবি তুলেছেন সংবাদিকদের মাধ্যমে।
 

Comments :0

Login to leave a comment