সঙ্কটের মধ্যেও বাংলাদেশে দাম বাড়ছে ভোজ্য তেলের। সোমবার সয়াবিন তেলের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে অন্তরর্তি সরকার। লিটার প্রতি আট টাকা বাড়িয়ে ১৭৫ টাকা করা হয়েছে এক লিটার বোতলের সয়াবিন তেল। আগে দাম ছিল ১৬৭ টাকা। আট টাকা দাম বেড়েছে খোলা সয়াবিন তেলেরও। ধার্য হয়েছে ১৫৭ টাকা। আগে ছিল ১৪৯ টাকা। ১৪৯ টাকা থেকে বাড়িয়ে ১৫৭ টাকা করা হয়েছে খোলা পাম তেলের দামও। পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ছিল ৮১৮ টাকা। বাড়িয়ে তা করা হয়েছে ৮৬০ টাকা।
তেলের দাম বৃদ্ধি নিয়ে এদিন বাণিজ্য মন্ত্রক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেক্ষে এই তথ্য জানানো হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘‘গত এপ্রিল থেকে বর্তমান সময় পর্যন্ত আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য প্রায় ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এ কারণে স্থানীয় মজুতদারিও বেড়েছে। সঙ্কট মোকাবিলায় বৈঠক করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ‘‘আমরা বাস্তবভিত্তিক সবকিছু বিশ্লেষণ করে দাম নির্ণয় করেছি। বাস্তবভিত্তিক মূল্য নির্ধারণ করায় আমরা আশা করি, অনুমাণের ওপর নির্ভর করে চলা বন্ধ হবে।’’
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘বর্তমানে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি নিয়ে বাণিজ্য মন্ত্রকের সঙ্গে আলোচনা করে ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Bangladesh
ভোজ্য তেলের দাম বাড়ছে বাংলাদেশে
×
Comments :0