অশান্ত বাংলাদেশ। সীমান্তে আমদানি রপ্তানি ব্যবসায় ধাক্কা লাগলেও চোরাচালান চলছে বহাল তবিয়তে। সোমবার রাতের একটি ঘটনায় তা প্রমানিত। বাংলাদেশ আগামী দিনে কোন পথে যাবে তা নিয়ে চিন্তিত গোটা বিশ্ব। কিন্তু মোটেই চিন্তিত নন সীমান্তে গরু, নেশার দ্রব্য সহ অন্যান্য সামগ্রী পাচারকারীরা।
সোমবার রাতে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি সীমান্ত দিয়ে গরু বাংলাদেশে পাচার করার সময় বিএসএফের নজরে পড়ে। ১৪ টি গরু বাংলাদেশে তার পাচার করার চেষ্টা করছিল পাঁচ থেকে ছয় যুবক। ঠিক সেই সময় বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনী তারালি সীমান্তের জওয়ানরা ১৪ টি গরুসহ ইসারুল মোল্লা নামে ১ পাচারকারীকে আটক করে। সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ সূত্রে জানা যায় ধৃত পাচারকারীর বাড়ি স্বরূপনগরের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দোহারকান্দা সীমান্তে।
ইতিমধ্যেই ধৃত পাচারকারীকে স্বরূপনগর থানার হাতে তুলে দিয়েছে বিএসএফ। পুলিশ সূত্রে আরো জানা যায় ধৃত ব্যক্তির কাছ থেকে একটি বাংলাদেশী সিম কার্ড পাওয়া গিয়েছে।
Swarupnagar
অশান্ত বাংলাদেশ, বহাল তবিয়তে চোরাচালান
×
Comments :0