REWA LIVE BURIAL

মধ্য প্রদেশে গর্ত খুঁড়ে মাটি চাপা দুই মহিলাকে, ধিক্কার সর্বত্র

জাতীয়

চাষের জমিতে রাস্তা বানানোয় বাধা দিয়েছিলেন মহিলারা। জীবন্ত অবস্থায় গর্ত করে তাঁদের পুঁতে দেওয়া হয়েছে জমিতে। ভয়াবহ এই ঘটনা মধ্য প্রদেশের রেওয়ায়। মনগাঁওয়া থানার এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ায় তীব্র ধিক্কারের মুখে রাজ্যের বিজেপি সরকার।
ছড়িয়ে পড়া ভিডিও-তে দেখা যাচ্ছে (ভিডিও সত্যতা খতিয়ে দেখা যায়নি), দুই মহিলাকে গর্ত করে জীবন্ত কবর দেওয়া হচ্ছে। তাঁরা আর্তনাদ করছেন। দেখা যাচ্ছে দু’জনকে দু’টি গর্তের সামনে, যারা জোর করে মহিলাদের মাটিতে চাপা দিচ্ছে। 
তীব্র প্রতিবাদের মুখে মধ্য প্রদেশে পুলিশের ডিজি সাকেত প্রকাশ পাণ্ডে জানিয়েছেন যে ঘটনাটি শনিবারের। তাঁর দাবি, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা। কিন্তু ঘটনার যে বিবরণ তিনি দিয়েছেন সংবাদমাধ্যমে তার সঙ্গে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও’র ফারাক রয়েছে বিপজ্জনক মাত্রায়।
ডিজি’র দাবি, চাষের খেতে রাস্তা তৈরিতে বাধা দেন আশা পাণ্ডে এবং মমতা পাণ্ডে। তাঁর শ্বশুরের সঙ্গেই জায়গা নিয়ে বিবাদ। আরও মহিলারা তাঁর সঙ্গে জড়ো হন। তখন একাধিক ডাম্পারে মোরাম এনে জড়ো করেছে উলটো পক্ষ। ডাম্পারের সুইচ অন হতেই মোরামের নিচে চাপা পড়েন ওই মহিলা। 
গর্ত খুঁড়ে মহিলাদের ধরে তার মধ্যে আটকে ফেলার দৃশ্য ডিজি’র বয়ানে নেই। এ বছরের মে মাসেও এই রেওয়ায় দুই মোটরসাইকেল আরোহীকে ধরে বেধড়ক অত্যাচারের ভিডিও ছড়িয়ে পড়েছিল। রাজ্যের বিজেপি প্রশাসনের মদতে দুর্বৃত্তরা এমন শক্তিশালী, বলছে প্রতিবাদী বিভিন্ন অংশ।
প্রশাসন যদিও দাবি করেছে, ঘটনার জেরে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রেওয়ার পুলিশ সুপার বিবেক সিংয়ের দাবি, হাসপাতালে ওই দুই মহিলার বয়ানের ভিত্তিতে একাধিক মামলা দায়ের করা হয়েছে। 
সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ধিক্কার জানিয়ে বলেছেন, ‘‘দুই মহিলাকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে। বিজেপি শাসিত মধ্য প্রদেশে আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে।’’

Comments :0

Login to leave a comment