Protest Against Price Rise

মূল্য বৃদ্ধি, নারী নির্যাতনের বিরুদ্ধে বর্ধমানে সোচ্চার মহিলারা

রাজ্য জেলা

অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও জেলা জুড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে শুক্রবার বর্ধমানে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন মহিলারা। এদিন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা কমিটির উদ্যোগে বর্ধমান কার্জজন গেটের সামনে মহিলারা মূল্যবৃদ্ধির আঁচ বোঝাতে হাড়ি, কড়াই, গ্যাস সিলিন্ডার, সবজী, আনাজজপাতি নিয়ে প্রতিবাদ জানাতে শুরু করে। এদিন এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন মহিলা নেত্রী ভারতী ঘোষাল, সুপর্না ব্যানার্জি, জনা মুখার্জি, নাজমা বেগম। সভানেত্রী ছিলেন আলেয়া বেগম। এই প্রতিবাদ সভায় মহিলা নেত্রী বলেন, দেশে মূল্যবদ্ধি  চরম আকার নিয়েছে। হেঁসেল চালাতে হিমসিম খাচ্ছেন মহিলারা। মানুষের সেই ঝাঁঝ, ক্ষোভ চাপা দিতে শাসকদল সাম্প্রদায়িক জিগির তুলে বিষয়টি আড়াল করতে চায়ছে। রাজ্য এবং কেন্দ্র কোন সরকারই প্রতিশ্রুতি রাখেনি। একদিকে কর্পোরেটকে ঋণের ছাড় দেওয়া হচ্ছে অন্যদিকে কৃষকদের ঋণ মকুব করা হচ্ছে না। গ্যাসের দাম বাড়ছে, চাল, আটা, আনাজপাতি সব কিছুর মূল্য বৃদ্ধি ঘটলেও  সরকার নীরব। দুই সরকারই দুর্নীতিতে ডুবে সাম্প্রদায়িক উসকানি দিয়ে মানুষকে ভুল বোজানোর চেষ্টা করছছে। পাশাপাশি রাজ্য ও এই পূর্ব বর্ধমান জেলায় নারী নির্যাতন বেড়েই চলেছে। আর জি কর কান্ড সহ রাজ্যে একাধিক মহিলাদের খুন, ধর্ষণ হলেও পুলিশ ও প্রশাসনের তেমন কোন হেলদোল নেই। 
এদিন ৫জনের প্রতিনিধিদল জেলাশাসকের কাছে ডেপুটেশন দিয়েছেন। অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, জেলা জুড়ে নারী নির্যাতন, আবাস যোজনায় দুর্নীতি, কৃষি ঋণ মকুব করতে হবে, রেশন দুর্নীতি বন্ধ করতে হবে এমন একাধিক দাবী নিয়ে সোচ্চার হন মহিলা’রা। এদিন নারী নির্যাতনের বিরুদ্ধে গানে, কবিতায়, শ্রুতিনাটকে প্রতিবাদে সোচ্চার ছিল মহিলারা। সভায় এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা নেত্রী মনিমালা দাস।

Comments :0

Login to leave a comment