Alipurduar

আলিপুরদুয়ারে লোকালয়ে ভাল্লুক, এলাকায় আতঙ্ক

জেলা

শীত নামতেই এবার ভাল্লুকের আতঙ্ক আলিপুরদুয়ারে। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠেই ভাল্লুকের আতঙ্ক। আলিপুরদুয়ারের জেলার মাঝেরডাবরি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ধলকর গ্রামে চেকো নদীর ধারে জঙ্গলে আশ্রয় নেয় ভালুকটি। এদিন সকালে ভালুকটিকে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে ভালুকটিকে ধরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা।
আলিপুরদুয়ার শহর থেকে প্রায় ১৫ কিলো মিটার দূরে মাঝেরডাবরি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ধলকর গ্রামে হানা দিল ভালুক। ভালুকের আনাগোনা দেখতে সকাল থেকে আশেপাশের এলাকার বাসিন্দারা ভিড় জমাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা। শুরুতে জাল পেতে ভালুকটিকে ধরার চেষ্টা করেন বনকর্মীরা। কিন্তু সেই চেষ্টা সফল না হওয়ায় অবশেষে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে ভালুকটিকে ধরা হয়। বনকর্মীরা এরপর সেটিকে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
স্থানীয় বাসিন্দা জানান,  গ্রামে প্রায় প্রতিদিনই হাতি আনাগোনা লেগেই থাকে।কিন্তু গত প্রায় ১৫ বছর পর এবছর গ্রামের জঙ্গলে ভালুকের দেখা মিলল।
বক্সা টাইগার রিজার্ভের এক আধিকারিক বলেন, একটি পূর্ণবয়স্ক ভালুক এদিন দক্ষিণ ধলকর গ্রামে ঢুকে পড়েছিল। তবে সেটি কারও কোনও ক্ষতি করেনি। আপাতত সেটিকে ঘুমপাড়ানি গুলি দিয়ে বাগে আনা হয়েছে। পরে নিরাপদ জায়গায় সেটিকে ছেড়ে দেওয়া হবে।
 

Comments :0

Login to leave a comment