সোমবার পরিষদীয় নেতা নির্বাচন করতে বৈঠকে বসছেন মহারাষ্ট্রের জয়ী ১৩২ জন বিধায়ক। সূত্রের খবর সেই বৈঠক থেকে যিনি পরিষদীয় নেতা হিসাবে নির্বাচিত হবেন সে আগামী ৫ ডিসেম্বর মুম্বাইয়ে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। রাজনৈতিক মহলে জল্পনা দেবেন্দ্র ফড়নবিশই ফের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন।
মুখ্যমন্ত্রী কে হবে নিয়ে জল্পনা চলছে রাজনৈতিক মহলে। দিল্লিতে অমিত শাহের সাথে বৈঠকের পর সাতারায় নিজের গ্রামের বাড়িতে ফিরে গিয়েছেন একনাথ শিন্ডে। যিনি মুখ্যমন্ত্রীত্বের অন্যতম দাবিদার। তবে শিবসেনার দাবি শারিরীক কারণে গ্রামের বাড়ি গিয়েছেন শিন্ডে। উল্লেখ্য সাংবাদিক সম্মেলন করে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়ে ছিলেন যে মুখ্যমন্ত্রীত্ব নিয়ে এনডিএ যা সিদ্ধান্ত নেবে তা তার দল শিবসেনা মেনে নেবে।
সূত্রের খবর ১২টি দপ্তর তার সাথে তিনটি গুরুত্বপূর্ণ দপ্তর পেতে চলেছে শিবসেনা। একনাথ শিন্ডে যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন না তা কার্যত স্পষ্ট। এই পরিস্থিতিতে এনডিএ ধরে রাখতে শিবসেনাকে শান্ত রাখতে এই নীতিতে হাঁটছে বিজেপি। শিবসেনা যখন ১২টি দপ্তর পাচ্ছে তখন ৯টি দপ্তর পাচ্ছে অজিত পাওয়ারের এনসিপি। মন্ত্রিসভার ৪৩টি আসনের মধ্যে বাকি আসন গুলো নিজেদের হাতেই রাখছে বিজেপি।
বুধবার সাংবাদিক সম্মেলন করে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রীত্ব নিয়ে বিজেপি যেই সিদ্ধান্ত নেবে তার দল তা মেনে নেবে। মহারাষ্ট্রে বিজেপির বিপুল জয়ের পর ওই রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা বিজেপির পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল দেবেন্দ্র ফড়নবিশকে মুখ্যমন্ত্রী করা হোক, পাল্টা শিবসেনা দাবি করে বিহার মডেলের মতো একনাথকেই মুখ্যমন্ত্রী করা হোক। কিন্তু বুধবার সাংবাদিক সম্মেলন করে বিজেপির কোর্টে বল ঠেলে নিজেদের অবস্থান স্পষ্ট করেন একনাথ শিন্ডে। তবে সূত্রের খবর গত মন্ত্রিসভার ফর্মুলা মেনে দুজন উপ-মুখ্যমন্ত্রী থাকতে পারেন বলে জানা যাচ্ছে।
BJP Maharashtra
মুখ্যমন্ত্রী ঠিক করতে সোমবার বৈঠকে বসছেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়করা
×
Comments :0