Maharashtra NDA

মহারাষ্ট্রে আসন সমঝোতা মেটাতে চাইছে বিজেপি

জাতীয়

মহারাষ্ট্র বিধানসভার ২৮৮টি আসনের মধ্যে ১৪০ থেকে ১৫০টি আসনে লড়তে পারে বিজেপি। ৮০টিতে একনাথ শিন্ডের শিবসেনা এবং ৫৫টিতে অজিত পাওয়ারের এনসিপি। মহারাষ্ট্রের গণেশ উৎসবে যোগ দিতে সম্প্রতি সেখানে গিয়েছিলেন অমিত শাহ। বিজেপি রাজ্য নেতৃত্বের সাথে বৈঠকের পাশাপাশি এনডিএ নেতৃত্বের সাথেও বৈঠক করেন তিনি। সূত্রের খবর সেই বৈঠক থেকে আসন ভাগাভাগি নিয়ে চুড়ান্ত কোন সিদ্ধান্ত না হলেও প্রাথমিক আলোচনা হয়েছে। আর তাতেই উঠে এসেছে এই তথ্য। 
তবে কয়েকদিন আগে একনাত শিন্ডের শিবসেনার পক্ষ থেকে ১০০টি আসন এবং অজিত পাওয়ারের পক্ষ থেকে ৮০টি আসনের দাবি জানানো হয়। 
২০১৯ এর লোকসভা নির্বাচনে অবিভক্ত শিবসেনাকে সাথে নিয়ে মহারাষ্ট্রে ভালো ফলাফল করে বিজেপি। কিন্তু উদ্ধব থ্যাকারের সাথে বিধানসভা নির্বাচনের পূর্বে মতপার্থক্য হওয়ায় ভেঙে যায় জোট। কংগ্রেস, এনসিপি এবং শিবসেনা নিয়ে তৈরি হয় মহা বিকাশ অগধি। নির্বাচনের বিজেপিকে পরাস্ত করে ক্ষমতায় আসে ওই জোট। কিন্তু বেশিদিন স্থায়ী হয়নি সেই সরকার। ২০২২ সালে একনাথ শিন্ডে দলের কয়েকজন বিধায়ককে নিয়ে দল ছাড়েন। সংখ্যা গরিষ্ঠতা হারায় জোট সরকার। 
একনাথকে মুখ্যমন্ত্রী করে শিব সেনা ভাঙিয়ে সরকার গঠন করে বিজেপি। তারপর এনসিপি ছাড়েন অজিত পাওয়ার। যোগ দেন এনডিএ শিবিরে। দুই দল ভাঙিয়ে মহারাষ্ট্রে এখন ক্ষমতায় এনডিএ। কিন্তু লোকসভা নির্বাচনে বিরোধী জোটের কাছে ধাক্কা খায় এনডিএ। ২৮টি আসনের মধ্যে মাত্র ১৭টি আসনে জয়ী হয় এনডিএ। ৩০টি যায় ইন্ডিয়ার দখলে। 
চলতি বছর বিধানসভা নির্বাচন তাই চ্যালেঞ্জ দুই শিবিরের কাছেই।

Comments :0

Login to leave a comment