শুক্রবার ভোরে জামুড়িয়ার কাঁটাগড়িয়া এলাকায় একটি কুয়ো সদৃশ পরিত্যক্ত বেআইনী খনিতে পড়ে এক যুবক নিখোঁজ হবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইসিএল’র নর্থ সিহাড়সোল ওসিপি সংলগ্ন ফাঁকা মাঠে বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় খনিটি রয়েছে। বলা হচ্ছে, নিরাপত্তা রক্ষীদের তাড়া খেয়ে পালাবার সময় যুবকটি খনির অতলে তলিয়ে যায়। নিখোঁজ যুবকের নাম ভীষম রায়(৩৮)। বাড়ি রানিগঞ্জের মহাবীর কোলিয়ারি যাদবপাড়ায়। খনিটি গভীর। খনিগর্ভে বিষাক্ত মারণ গ্যাসের অস্তিত্ব থাকতে পারে। দমকলের লোকজন ও পুলিশ এসে দিনভর খোঁজে তল্লাশি চালায়। কিন্তু খোঁজা পাওয়া যায়নি ওই যুবকের। সন্ধ্যার পরে গ্রামবাসীরাই খনিতে নামেন আলোর ব্যাবস্থা করে। তল্লাশি অভিযান শুরু হলে খনির গর্ত থেকে উদ্ধার হয় ওই যুবকের দেহ। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের স্পষ্ট দাবি, অবৈধ খনিগুলিকে অবিলম্বে বন্ধ করতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।
jamuria
বেআইনী খনিতে পড়ে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার
×
Comments :0