Child Death

মায়ের মৃত্যুর দুদিন পরেই মিলল বস্তা বন্দি শিশুর দেহ

জেলা

বস্তা বন্দি শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪পরগনার স্বরূপনগরে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে স্বরূপনগর থানার গোপালপুর মাঝের পাড়ায়। জানা গিয়েছে দিন কয়েক আগে মৃত শিশুটির মা নাসিমা বিবি সন্তান প্রসব করতে গিয়ে মারা যান। মৃত শিশুটির দেহ উদ্ধারের পর মৃত নাসিমা বিবির বাপের বাড়ির লোকজন অভিযোগ করেছেন নাসিমা এবং তাঁর শিশু সন্তানকে খুন করেছে শ্বশুরবাড়ির লোকজন। ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ করেছে নাসিমার বাপের বাড়ির লোকজন। পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত গ্রেপ্তারের খবর নেই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে ঘরের ভেতর থেকে বস্তা বন্দী মৃত শিশুর দেহ উদ্ধার হয়। দুদিন আগে শিশুটির মা নাসিমা বিবির মৃত্যু হয় মা এবং বাচ্চা দুজনকেই শ্বশুরবাড়ির লোকজন খুন করেছে বলে দাবি শিশুটির মামার বাড়ির লোকজনের। 
মৃত নাসিমা বিবির স্বামীর দাবি শিশুটি তার। কিন্তু শিশুটি ঘরের ভেতরে বস্তার মধ্যে মৃত অবস্থায় কিভাবে আসলো সেটা তিনি বলতে পারছে না। মৃত শিশুটির মামা ও মৃত নাসিমা বিবির ভাই এবাদুল গাজী ও বোন রহিমা খাতুনের অভিযোগ যে তার দিদিকে ও দিদির বাচ্চা কে বোনাই ও তার পরিবার মেরে ফেলেছে এবং বাচ্চাটিকে বস্তাবন্দী করে ঘরের ভেতরে লুকিয়ে রেখেছিল। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও করেন তারা।

Comments :0

Login to leave a comment