নিট দুর্নীতি নিয়ে বলার সময় নরেন্দ্র মোদী এবং গোটা মন্ত্রিসভার দিকে ইঙ্গিত করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এদিন বাজেট অধিবেশনের প্রথম দিন থেকেই নিট বিতর্ক নিয়ে উত্তাল সংসদ। রাহুল গান্ধী, অখিলেশ যাদবদের মতো বিরোধী সাংসদরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হন। বলতে উঠে সাফাই দেওয়ার সুরে ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘‘আমার নেতার দয়ায় আমি আমার পদে রয়েছি। নিট বিতর্ক গোটা মন্ত্রিসভার যৌথ দায়িত্ব।’’
মন্ত্রিসভার মাথা প্রধানমন্ত্রী। নেতা বলতে যে ধর্মেন্দ্র নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করেছেন তা বুঝতে কোন অসুবিধা নেই।
এদিন বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, ‘‘এটা খুবই উদ্বেগের বিষয় যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আজ প্রশ্নের মুখে। শিক্ষামন্ত্রীকে নিট কেলেঙ্কারি নিয়ে সবাইকে দোষ দিলেন কিন্তু নিজেকে বাদ রাখলেন।’’ তিনি আরও বলেন, ‘‘গোটা দেশের ছাত্র সমাজের কাছে এমন বার্তা যাচ্ছে যে যার টাকা আছে সে গোটা শিক্ষা ব্যবস্থাটাকে কিনে নিতে পারে।’’
ধর্মেন্দ্র অবশ্য এদিন ফের দাবি করেছেন যে গত সাত বছরে কোন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি। সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী যেই দাবি করছেন তার সাথে বাস্তবের কোন মিল নেই। গত সাত বছরে একাধিক বার প্রশ্ন ফাঁসের ঘটনা সামনে এসেছে।
সোমবার বলতে উঠে সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব বলেন, ‘‘গোটা দেশ জুড়ে পড়ুয়ারা নিট দুর্নীতি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমি বলতে চাই যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন ততদিন পড়ুয়ারা কোন সুবিচার পাবেন না।’’
প্রধান দাবি করেন নিট কান্ডের তদন্ত চলছে,দোষীদের গ্রেপ্তার করা হয়েছে।
Budget session
নিট কেলেঙ্কারির দায় গোটা মন্ত্রিসভার বুঝিয়ে দিলেন ধর্মেন্দ্র প্রধান
×
Comments :0